Click the image to explore all Offers

অণুগল্পঃ আশায় ভরসা ।। রাজা দেবরায়


আশায় ভরসা



রাতুলবাবু সরকারী চাকুরি থেকে রিটায়ার্ড হয়েই আশা নিয়ে এমআইএস স্কিমে কিছু টাকা জমিয়েছেন সুদে সংসার চালাবেন বলে । প্রথমদিকে মাসে ভালো সুদ পেতেন । এখন দেখছেন সুদ নিম্নমুখী ।

ছয় বছর পরে শেয়ার মার্কেটের ওপর ভরসা করে সেই টাকাগুলো রেখেছেন । আশায় বুক বাঁধছেন শেয়ার মার্কেট আরো তেজী হবে !!

=======================


রাজা দেবরায়
আগরতলা, ত্রিপুরা
চলভাষ এবং হোয়াটসঅ্যাপ - 07005712884

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.