Click the image to explore all Offers

অণুগল্পঃ বিষ ।। বৈদূর্য্য সরকার



বিষ

 

বৈদূর্য্য সরকার

 

কাজের খাতিরে নানা জায়গায় ঘোরে পর্বত এই আসানসোল তো সেই আসাম, উলুবেড়ে থেকে শিলং, কেওনঝাড় থেকে হলদিয়া, আবার কখনও হেড অফিসে নয়ডা ইঞ্জিনিয়ারিং পাশ করে ও অটোমেটেড ইন্সট্রুমেন্ট সার্ভিস করে শুনেছি সেসব বেশ নামীদামী যন্ত্রপাতি আর বিভিন্ন প্ল্যান্টগুলো বেশ দূরেই হয় শহর থেকে

এলাকায় থাকলে পানশালা বা রকে তার দেখা দেশবিদেশের গল্প শোনায় আমাদের সেসব ঠিক সাধারণ ট্যুরিস্টের মতো দেখা নয় একেবারে মাঠঘাটে থাকা মানুষের কথাবার্তা সেসবের খবর যদিও খবরের কাগজ বা প্রবন্ধ ছাপা পত্রিকায় ওঠে না

সবথেকে আশ্চর্যের ব্যাপার যেটাসেসব জায়গায় অস্থানে কুস্থানে অকুতোভয়ে সে ঘোরাফেরা করে একবার পেটোবাজির মধ্যে পড়েছিল দুএকবার নারীঘটিত ঝামেলায় যে পড়েনি তা নয় তবে বয়সজনিত মোহের কারণে এসব থেকে বিশেষ দূরেও থাকতে পারে না

তবে ওর কথাবার্তার ভঙ্গি থেকে বুঝতে পারতামএকেবারে প্রান্তিক মানুষদের ব্যাপারে ওর বিশেষ দুর্বলতা আছে যদিও সেটার প্রকাশভঙ্গি সবসময় ঠিকঠাক ছিল না

কন্ট্রাডিকশান সে একদম নিতে পারে নাতার কমন বক্তব্য, বাকীরা যা বলে তা বই পড়ে আর ও যা জানে সেসব জায়গায় ফিল্ড ওয়ার্ক করে আমি অবশ্য সেসবের বদলে মাইথোলজি ঘেঁষা ইতিহাস পড়তে বেশি পছন্দ করি ।

 

পুজোর এক্সটেণ্ডেড ছুটিতে বিষকন্যাদের নিয়ে নানা কাহিনী পড়ে আমিও বেশ উত্তেজিত হয়ে আছি এর মধ্যে, পর্বত কিছুদিনের জন্য নর্থইস্টে গেছে । যোগাযোগ কম হচ্ছে

এমন এক সময়ে সে কার্তিকের রাতে উত্তেজিত হয়ে জুলির কথা শুনিয়েছিল সে নাকি নর্থ ইস্টের এক প্রত্যন্ত অঞ্চলের মেয়ে, এখন একটা নাগা রেস্টোরেন্টে কাজ নিয়ে এসেছে  এদের কাছে গুয়াহাটিই বড় শহর সেখানে এসে আছড়ে পড়ে প্রান্তিক অঞ্চলের দ্রোহ ।

 

সেসব ভুলিয়ে পাঁচশো টাকা ভাড়ায় এখান থেকে কলকাতায় যাওয়ার প্রলোভন দেখাতে জানতো পর্বত ।

 

ক'মাস পরে তার শরীরে বাসা বাঁধা ছোঁয়াচে রোগের কথা শুনে আমার মনে হয়েছিল – বিষকন্যার মানে অনেকরকম হতে পারে ।


===============================

Baiduryya Sarkar Ph: 8013412193

 Add: 16A/1A Baghbazar Street Kolkata 700003 West Bengal  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.