গত ২৫ বছর ধরে নবপ্রভাত পত্রিকার অন্যান্য সমস্ত বিভাগের সঙ্গে একত্রে গল্প বিভাগ ও প্রকাশিত হয়ে আসছে ।এমনকি নবপ্রভাত ই ম্যাগাজিনেও সে প্রয়াস অক্ষুন্ন আছে।
কিন্তু শুধুমাত্র গল্পের জন্য আলাদা করে গল্প পত্রিকা -"কথাকাহিনি"র আত্মপ্রকাশ এই প্রথম ।বলা যেতে পারে যৌথ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অনু সংসার গড়া। আর একে ফুলে ফলে সৌরভে বিকশিত করে তোলার গুরুদায়িত্ব নব প্রভাত পত্রিকার সম্পাদক মহাশয় দিয়েছেন আমাকে। যেন ছেলে বড় হয়েছে, বাবা আর সংসারের জোয়াল টানতে চান না (পারছে না নয় ) । নিজের সংসারের ভালো-মন্দ এবার নিজেই দেখে নাও- এই জাতীয় আর কি।
সম্পূর্ণ আনাড়ি একটি ছেলে বিয়ের পর একক সংসারের দায়িত্ব ঘাড়ে পড়লে তার যে অবস্থা হয় আমার ও সেই অবস্থা। এ যেন নতুন বউয়ের কাছে নিজের পৌরষ বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা । তবে ভরসার কথা আপনাদের মত গুণীজনের সান্নিধ্য লাভ। আশাকরি এ যাত্রায় উতরে যাবো ,কি বলেন?
গল্প শোনার আকাঙ্ক্ষা মানুষের দুর্নিবার। কবিতার পাশাপাশি মা ঠাকুরমা ঠাকুরদাদা দের আসর একদা জমে উঠতো নানান রূপকথা ,কথকথা, গল্পে । আজও সেই ধারা অক্ষুণ্ন আছে । বর্ষা -বাদলে ভাঙা ঘরের দাওয়ায় ছেঁড়া মাদুরে শুয়ে মালা যখন গোপীদের গল্প শোনাতো , তখনও সারা রাত জাগা ক্লান্ত কুবের রাত্রি জাগরন এর পরিশ্রম মুহূর্তে ভুলে গিয়ে নিবিষ্টচিত্তে গল্প শুনত। আমরা আমাদের গল্প শোনার সেই কুবেরীয় মন নিয়ে বেঁচে আছি । সারাদিনের বাস্তবিক কচ কচানি টেনশন থেকে মুক্ত হতে খুব ইচ্ছা করে । দিনের শেষে ঠাকুরমা ঠাকুরদার কোল ঘেষে বসে গল্প শুনতে কে না ভালোবাসে ! রূপ কথার গল্প, ফুল পাখি পরীদের গল্প , রাজপুত্র রাজকন্যার গল্প।
কিন্তু জীবন বড় নিষ্ঠুর। রূপকথার সেই জগৎ কোথাও খুঁজে পাইনি তো। বাস্তব জগতের সমস্যায় জর্জরিত দিনগুলি যখন আমাদের ক্ষতবিক্ষত রক্তাক্ত করে তুলতো, নিজের সঙ্গে লড়াই করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখনই ,ঠিক তখনই ছেলেবেলার স্বপ্নজগৎ, কথ কথার জগত, আমাদের আনমনা করে দেয় ।আমরা শুরু করি নিজের অজান্তেই সেই স্বপ্নের জগতে বিচরণ করতে। এক অপরূপ শান্তি ফিরে আসে মনে। কিন্তু তা বড়ই ক্ষণস্থায়ী । গল্প শেষ হলে আবার দৈনন্দিন জীবনে বেঁচে থাকার লড়াই আমাদের জীবনের মুখোমুখি দাঁড় করায় ।জীবন থেকে আমরা সুখ-দুঃখ হাসি-কান্নার লড়াই বাদ দিতে পারি না ।
আসুন আমরা সবাই গল্পের কথায়, নিজেদের কথা কাল্পনিক চরিত্রের মোড়কে রাঙ্গিয়ে তুলে আমাদের গল্পের "কথাকাহিনি" পরিবার গড়ে তুলি। সমাজ দর্পণে বিকৃতকাম লোভী শয়তানদের মুখে আয়না তুলে ধরি । নবপ্রভাত শিশুর হাসি ফুলের সৌরভে, পাখিদের কলকাকলিতে - যেদিন সত্যিই মুখরিত হয়ে উঠবে সেদিন ই আমাদের পরিশ্রম সার্থক হবে । সেই দিনের আশায় পথ চেয়ে আছি।
গল্প পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমাদের ডাকে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।
জানিনা সংখ্যাটি কেমন হলো । আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করুন।
পরিশেষে এই প্রয়াস টি যার সাহায্যে ও নিষ্ঠায়, পরিকল্পনায় ও আন্তরিকতায়, আত্মপ্রকাশ হল সেই বন্ধুপ্রবর নিরাশাহরণ নস্কর( সম্পাদক, নবপ্রভাত ) কে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তবে চুপিচুপি আপনাদের জানিয়ে রাখি আলাদা একটি ঘর হলেও সংসারটা কিন্তু পৃথক হয়নি। "কথাকাহিনি" গল্প পরিবার আসলে নবপ্রভাত পরিবারই।
ধন্যবাদান্তে,
বিশ্বনাথ প্রামানিক
(কার্যকরী সম্পাদক, কথাকাহিনি)
৫ সেপ্টেম্বর ২০২০
দুএকটি কথা
আজ মহান শিক্ষক দিবসে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণসহ আমাদের জীবনের প্রথাগত ও প্রথাবহির্ভূত সমস্ত শিক্ষককে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সাপ্তাহিক গল্প ও গল্প বিষয়ক ব্লগজিন 'কথাকাহিনি'র পথ চলা শুরু হল। পথ চলতে চলতেই আমরা নিত্য নতুন পথের সন্ধান করব। আপনারা শিক্ষক ও সখা হিসাবে নিশ্চয়ই আমাদের পথ চলাকে ঋদ্ধ করবেন এই আশা রাখি।
"কথাকাহিনি" নবপ্রভাত পরিবারের নতুন উদ্যোগ। তবে সে স্বতন্ত্রভাবেই এগিয়ে চলবে। কার্যকরী সম্পাদককে অভিনন্দন। তাঁর হাত ধরে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় 'কথাকাহিনি' অচিরেই আপনাদের হৃদয়ে স্থান করে নেবে বলেই আমাদের বিশ্বাস।
শ্রদ্ধা ও শুভেচ্ছাসহ --
নিরাশাহরণ নস্কর
সম্পাদক, নবপ্রভাত।
কথাকাহিনি -১ সংখ্যার লেখক-সূচি
রমাপদ চৌধুরী স্মরণে নিবন্ধ ।। রবীন বসু
ছোটগল্প ।। শেলী সেনগুপ্তা
ছোটগল্প : অঞ্জনা গোড়িয়া
ছোটগল্প ।। তনুশ্রী পাল
ছোটগল্প ।। সুমন্ত কুন্ডু
ছোটগল্প ।। মাওলানা মহবুবুর রহমান
ছোটগল্প ।। সুব্রত সুন্দর জানা
গল্পাখ্যান ।। ঋভু চট্টোপাধ্যায়
গল্পাখ্যান ।। চন্দন মিত্র
অণুগল্প ।। সোমনাথ বেনিয়া
অণুগল্প ।। দীপঙ্কর বেরা
অণুগল্প ।। হরিৎ বন্দ্যোপাধ্যায়
অণুগল্প ।। শক্তিপদ পণ্ডিত
অনুগল্প ।। পার্থ সারথি চক্রবর্তী
কল্পবিজ্ঞানের গল্প ।। রমলা মুখার্জী
কিশোর গল্প ।। সৈকত মাজী
ভ্রমনকাহিনি ।। অঙ্কিতা পাল
ভ্রমণকাহিনি ।। দেবাঞ্জন প্রামানিক
গ্রন্থ আলোচনা ।। বনশ্রী রায় দাস
======০০০=====
অভিনন্দনসবাইকে
উত্তরমুছুন