বিজ্ঞপ্তি
লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫
নভেম্বর ২১, ২০২৪
আশা
আমি সেদিন ফিরছি। পার্কের গা ঘেঁষে রাস্তা। দু চার জন পথিক। একটু আগের মুষল ধারে বারিস হয়ে গেছে। পার্কের ঘাসের ফাঁকে ফাঁকে ফাঁকে সামান্য নিচু গর্তে ও রাস্তার পিচ ওঠা ঠিক ওই রকমই সামান্য গর্তে থেমে গেলও তার চিন্হ রেখে গেছে। জল জমে থাকলেও তা অতি সামান্যই। মাঝে মধ্যেই দমকা হাওয়া এসে গাছগুলোকে এমন নাড়াচ্ছে যে ঝরঝর করে জল পড়ে পথযাত্রীগণ বেশ ভালোই ভিজে যাচ্ছে। তবে তাতে করে কারোরই কোনও অসুবিধা হচ্ছে না। আমি অফিসের ব্যাগটি হাতে নিয়ে ক্লান্ত পদক্ষেপে নিজের আবাসের দিকে এগিয়ে যাচ্ছি।এমন সময় একটি পায়রা আমার সামনে পড়ে গিয়ে খুব ছটপট করছে। আর ওদিক থেকে এক জোড়া সারমেও এক নিঃশ্বাসে দৌড়ে আসছে। আমি পায়রাটিকে রক্ষা করার চেষ্টা করলাম। কুকুরগুলো দূরে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে আধ বসা অবস্থায় থেকে আমার ব্যাগ থেকে ওয়াটার বটল থেকে ওর মুখে জল দিলুম। ও খেল। তারপর আমার চোখের দিকে ও এমনভাবে তাকিয়ে রইল যেন ও বলছে - ......তোমার সামনে বিধাতার ইচ্ছায় আমার আসা। আমার ভরসা এখন শুধু তুমি। আমাকে নিরাশ কর না গো! তুমিই আমার বেঁচে থাকার একমাত্র আশা। ...... ওর করুন মিনতি, ওর চোখের আকুতি ভরা ভাষা, ওর জীবন শেষ হয়ে যাবার হতাশা, ওর বিশ্বাস আমার অন্তর আত্মাকে জাগিয়ে দিল। আমি ওকে হাতে তুলে নিয়ে বাড়ি এলাম। কুকুরগুলো যে দিক থেকে এসেছিল ফের সেদিকেই ফিরে গেল। ব্যর্থ মনোরথে। ওরা ওকে আক্রমণ করেছিল। কিন্তু খতম করতে পারে নি। মৃত্যু তো আর ওদের ক্ষমতাধীন নয়। আয়ু তো কেউই কেড়ে নিতে পারে না। যাক, আমি ওকে আমার ব্যালকনিতে রেখে দানা পানি দিলাম। ওর দেহে কোনও ক্ষত দেখতে পেলাম না। কুকুরের মুখ থেকে অক্ষত অবস্থায়ই বেরিয়ে পালিয়ে আসতে পেরেছিল। কয়েকঘন্টা পরে ও উড়ে উঠে আমার এ. সি. - এর ওপরে বসল। তারপর গাছের টাবের কিনারায় বসে বসে বসে এদিক ওদিক দেখতে লাগল। রাতটা কাটিয়ে ও ভোরে আমার দরজায় ঠোঁট দিয়ে শব্দ করতে লাগল। আমি খুললুম। ও ভেতরে ঢুকে এলো। তারপর থেকে ও এখানেই আছে। সারাদিন উড়ে, ঘুরে বেড়ায়। আর সন্ধ্যায় ব্যালকনিতে ঘুমোয়।পরে ও ডিম পারলো। ওই টাবের গাছের গোড়ায়। মাটির ওপরে। তাতে সারাদিন রাত একটুও না সরে তা দিল। সেগুলি থেকে তিনটি বাচ্চা ফুটল। পরে ওদের চোখ ফুটল। বড় হল। উড়লো। ওরাও এখানেই থাকে। এখন ওই পায়রা পরিবারের সদস্য সংখ্যা চার। ওরা আমার প্রিয়।
==========================