Click the image to explore all Offers

অণুগল্পঃ প্রতিবেশী ।। সুদীপ পাঠক


প্রতিবেশী 

সুদীপ পাঠক  


পাশের বাড়ীর বিমলা পিসি সকাল বেলা পুজোর ফুল তুলতে এসেছে । ধপধপে সাদা টগর ফুল । টুপটুপ করে তুলছে আর সাজিতে রাখছে । আড় চোখে পরিবেশ দেখে নিয়ে খুব নরম স্বরে বলল 
- হ্যাঁ গো মন্টুর মা ছেলে তোমার এ্যক্টো করবে বলে থেটারের দলে ভিড়েছিল না ? তা কাল দেখলুম মোড়ের মাথায় শনি মন্দিরের উল্টো দিকে বসে কচাং কচাং করে মুরগী কাটছে ? ম্যাগহ্ ! সত্যি করোনার জন্য ছেলেটা হিরো হতে পারলে না গো । 
বাড়ীর গিন্নী নিরুত্তর । পিন্টু ঘরেই ছিল । হঠাৎ লাফ দিয়ে বাইরে বেরিয়ে এসে বলল
- নরেশদা এতো ঢাক ঢোল পিটিয়ে ইঞ্জনিয়ারিং ডিগ্রি হাসিল করল , কিন্তু দেখো মা শেষ পর্যন্ত মিউনসিপ্যালিটিতে ট্যাক্স জমা নেওয়ার কাউন্টারে বসে । পিসি তুমি তো পুজোআচ্চা করো , চিকেন খাও না । নইলে দাদাকে বলতাম এক কেজি তোমায় দিতে । টোটাল ফ্রী , লগ ডাউন স্পেশাল !
এতক্ষণে গিন্নী বললেন
আহ্ পিন্টু তুই ঘরে যা ।
বিমলার ফুল তোলা সেদিনের মতো বন্ধ হয়ে গেল । 
- উফ্ কতো বেলা হলো ! যাই ঠাকুর আমার নির্জলা বসে আছে । 
এই বলে দরজার দিকে পা বাড়াল । 

=== সমাপ্ত ===


 
SUDIP PATHAK 

Swapno Neer Apartment ,
3rd. Floor , Flat no: 3 , 
321, Purba Sinthee Road , 
Madhugarh , DumDum , 
Kolkata -700030.

Phone & what's app number :
9874919948 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.