Click the image to explore all Offers

অণুগল্প।। ইমিউনিটি ।। অঞ্জনা দেব রায় ।।


 ইমিউনিটি


 অঞ্জনা দেব রায়

 

 বোস গিন্নি চায়ের কাপ হাতে নিয়ে কর্তাকে বললেন এই শোনো আজকে বাজার থেকে বেশি করে লেবু নিয়ে আসবে তো । কর্তা বললেন লেবু দিয়ে কি হবে ?  গিন্নি বললেন টিভিতে খবর শোনোনি? ডাক্তাররা বলছে ভিটামিন সি যুক্ত ফল মানে লেবু বেশি করে খেতে যাতে সকলের শরীরের ইমিউনিটি বাড়ে । ঠিক আছে বলে বোস কর্তা বাজারে চলে গেলেন । কিছুক্ষণ বাদে বাজার থেকে এক ব্যাগ পাতিলেবু কিনে নিয়ে আসলেন । গিন্নি বললেন দেখি বাজার থেকে কি কি জিনিস নিয়ে আসলে  ? গিন্নি দেখলেন এক ব্যাগ পাতিলেবু এনেছেন আর কিছুই আনেননি ।  গিন্নি বললেন লেবু ছাড়া আর কিছুই তো আনোনি তাহলে আমি রান্না করবো কি ?  কর্তা বললেন লেবু খাবে বেশি করে ইমিউনিটি বাড়বে আর কিছু দরকার আছে কি ? এছাড়া তুমি তো অন্য কিছু আনার জন্য কোন বাজারের লিস্ট করে দাও নি আর বলোও নি অন্য কিছু আনতে । আমাকে সব দোকানদাররা জিজ্ঞেস করছিল দাদা আজকে কিছু নেবেন না ?আমি বললাম না, তোমাদের বৌদি আজকে শুধু লেবু নিতে বলেছে । ঠিক আছে বলে বোস গিন্নি  একটা বাজারের লিস্ট আর মোদিজীর আয়ুর্বেদিক জিনিস যেমন তুলসী পাতা ,আদা ,হলুদ, গোল মরিচ ইত্যাদির একটা লিস্ট ধরিয়ে দিয়ে বললেন যাও এবার বাজার থেকে এগুলো নিয়ে এসো । কিন্তু বোস কর্তা আবার বাজারে গিয়ে শুধু মোদিজীর আয়ুর্বেদিক জিনিস নিয়ে আসলেন। সেই দেখে গিন্নির চিৎকার-চেঁচামেচি শুরু করে দিলেন কেনোনা রান্নার কিছু আনেননি বলে । সেই শুনে বোস কর্তা আবার বাজারে ছোটেন । এইভাবে বাজার সরকারের মতো তিন-চারবার বাজারে গিয়ে ফেরার পর বোস কর্তা চেয়ারে বসে ঝিমোতে লাগলেন ।  বোস গিন্নি এক গ্লাস লেবুর জল ও আয়ুর্বেদিক ঔষধ এনে বোস কর্তার কাছে ধরলেন আর বললেন খেয়ে নাও ইমিউনিটি বারাও আর ঘরে বসে গান করো, কবিতা লেখ, অভিনয় করো টিভিতে খবর শোনো আর ঘরের কাজ করে টাইম পাস করো দেখবে মনটাও ভালো লাগবে আর শরীরটাও ভালো থাকবে ।
-----------------------
 
 
ঠিকানা: ৫৫৩, পি মজুমদার রোড, কলকাতা - ৭৮
ফোন নম্বর - ৯৪৩২১৬০১০৯/৯৩৩০৬১৭১২৮
তারিখ: ১৯/১০/২০২০
 
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.