কেমন আছো সবাই?
শুভশ্রী দাস।।
বর্ষার ভ্রূকুটি কাটতেই আকাশে নীল মেঘের ছটা।নীল লাল ফুলের সমারোহ।নিত্যনতুন পাখির আনাগোনা।গরীব ধনী মানুষের কোনো পার্থক্য নেই ।
ব্যতিক্রম শুধুমাত্র এই কুড়িকুড়ি।প্রকৃতি সেজে উঠেছে ঠিকই কিন্তু মানুষ গুলো আজ বেমানান ।রাজবাড়ির ভাঙ্গা দেওয়াল গুলো প্রতিনিয়ত প্রহর গুনছে এক নতুন দিনের ।কত আনন্দ কত দুঃখ কত যন্ত্রনা নিয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে।আনন্দ শুধুমাত্র এই চারদিন।সবাই ভালো থাকার চেষ্টা করে।ভুলে যায় পুরানো অন্ধকার দিন গুলোর কথা।যেমন কাশফুল বললেই অপু দুর্গা র কথা মনে পড়ে কী তাই তো?কেমন আছে তারা সবাই? না হারিয়ে গেছে তারা সবাই ।রয়েছে শুধুমাত্র তাদের নাম,ঐ বই এর পাতায় ।পুরোনো জামা পরে পুজোয় মেতে উঠেছে ওরা।একথা ওরা জানে,আমরা জানিনা।না জানাই ভালো।ওদের মধ্যে হয়তো লুকিয়ে আছে ভাই বোন ।ওরা সবাই ভালো আছে।ওদের মতো করে।হয়তো আমরা বলি আমরা মনে করি ওরা ভালো নেই ।
------------