অমূল্য সম্পদ
জয়িতা দত্ত
দীপাদের বাসাবদল হবে। গোছগাছ চলছে। পুরনো, অ-দরকারী কোন কিছুই ওবাড়ি নেওয়া হবে না। নীচে সিঁড়ির কোণের ছোট্ট ঘরে সাধারণতঃ বাতিল ভাঙাচোরা জিনিসপত্র থাকে। সেখানে পরিষ্কার করতে গিয়ে একটা টিনের বাক্স বেরোল। ছোটবেলায় এই বাক্সে বইখাতা নিয়ে দীপা স্কুলে যেত।বিয়ের পর মা এটাতে যেন কিসব ভরে এবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। সেই থেকে এদিক - ওদিক ঘুরে বাক্সটার ঠাঁই হয়েছিল এখানে। ফেলে দেবার আগে কৌতূহলবশতঃ সেটা খুলে দেখার একটু ইচ্ছে হল দীপার। দেখা যাক ভিতরে কি আছে? খুলেই দীপা নিস্পন্দ হয়ে গেল! একি ! এ যে একগুচ্ছ চিঠি, গ্রীটিংস কার্ড ! ছোটবেলায় পাওয়া বন্ধুদের থেকে - নববর্ষে, জন্মদিনে,বিজয়ায়, যখন-তখন। তখন তো মোবাইলের যুগ নয়, চিঠির যুগ। ও বাবা ! স্বর্গত গুরুজনদের আশীর্বাণী-চিঠিও আছে যে ! মেঝেতে ধপ্ করে বসে একটা একটা করে চিঠি পড়তে থাকল দীপা। কত কথা! কত স্মৃতি! সব ভিড় করে আসছে মনে। আনন্দাশ্রু ঝরে পড়ছে তার দু-চোখ বেয়ে। এক অনির্বচনীয় আনন্দ দীপার মন বেশ কিছুক্ষণ আচ্ছন্ন করে রাখল। তারপর ওই অপ্রয়োজনীয় বাক্সটিকে অমূল্য সম্পদের মত দুহাতে বুকে আঁকড়ে ধরে নিজের ঘরে ফিরে চলল।
--------------------
জয়িতা দত্ত
অমলাংশু সেন রোড,কলকাতা-৪৮
মো: ও wp : 09874982831