দীপাবলি
শুভশ্রী দাস
বিশাল পৃথিবীতে অট্টালিকাগুলোর কাছে,খড়ের ছাউনি গুলো বড্ড বেমানান ।আজ দীপাবলি,রাশুর বাড়ি র রোশনাই এর সাথে অভির বাড়ির ফারাক বিস্তর ।রাশুর বাবা গোপীনাথ সামান্য দিনমজুর ।কিন্তু তার পরিবারের সমস্ত ইচ্ছাপূরনে তার কোনো খামতি থাকে না।তিনি তার ছেলের জন্য রঙীন মোমবাতি,রঙমশাল কিনে এনেছে।বাবা বাড়ি এসেই ডাক দিল বাবু আয় দেখ কী এনেছি।রাশুর সাড়া নেই ।কারন তার মা এখনও ফেরেনি।তার বাবার আনা জিনিস গুলো সে গুছিয়ে রাখল।খানিক পরেই মা এর গলা,বাবু দেখ অভি এসেছে, অভি কে দেখে রাশুর আনন্দ ধরে না।তারা একসাথে আলো জ্বালালো ।তার মা খাওয়ার পাঠিয়েছিল,সবাই ভাগ করে খেলো। অভি এবার বাড়ি যাবে।যাওয়ার সময় সে রাশু কে সে বলে গেল,মাথার ছাদের উচ্চতা শুধুমাত্র আলাদা উৎসব নয়।