বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প।। প্রাপ্তির হাসি।। তাসফীর ইসলাম (ইমরান)


 প্রাপ্তির হাসি

 

 তাসফীর ইসলাম (ইমরান)


-ওভারব্রীজের উপর দাঁড়িয়ে আছে ইমু। সন্ধার সূর্যটা বহু আগেই বাড়ি ফিরে গেছে, রাস্তার সোডিয়াম হলুদ বাতিগুলোও জ্বলে উঠেছে আলোকময় নগরীকে আরেকটু আলোকিত করে দিতে। এই সময় বাড়ি ফেরার তাড়া থাকে মানুষের,ফিরে যাওয়ার নিরব প্রতিযোগীতা যেন শুরু হয়ে যায়। ভীড় বাড়ে বাসে, এই যাত্রাবাড়ি,গুলিস্তান,মিরপুর,শ্যামলী,   ডাক হাঁকায় কন্ট্রাক্টাররা। আর যাত্রিদের ফিরে যাবার আকুলতা দেখতে থাকে ইমু। মানুষের জীবনটা বড় বিচিত্র। দিন শেষে রাতে পরিবারের পিছুটান এড়াতে পারেনা মানুষ। অবাক লাগে মাঝে মাঝে এরকম পিছুটান। ইমুর পাশেও ভীড় বাড়ে,অস্থায়ী বাসিন্দারা ফিরতে শুরু করেছে আপন নীরে। শুধু ইমুই ব্যস্ততার পাশ কাটিয়ে দাঁড়িয়ে আছে। হাতের জ্বলন্ত বেনসন এন্ড হেজেসটাও আপন মহিমায় উজ্বল হয়ে উঠছে। ইমুদের পৃথিবীটাও হয়ত কোন জ্বলন্ত সিগারেট,প্রতি মুহুর্তেই ছোট হয়ে আসছে। ইমুর মত নিম্নমধ্যবিত্ত বেকারের হাতে এজিনিস বেমানান। তবুও আজকের দিনে একটু বিলাসিতা হতেই পারে।


হঠাৎ পিছন থেকে একটা ডাক পড়লো।
" ভাইয়া... ও... ভাইয়া....!"
ছোট্ট একটা বাচ্চা ছেলে কাঁদছে আর ডাকছে-
" ভাইয়া.... ও...ভাইয়া..!


দেখেই বোঝা যায় আর্থিক অবস্থা খারাপ। আধ-ময়লা জামা কাপড়। ইমু একটু সামনে এগিয়ে গেল। গিয়ে জিঙ্গেস করলো,


'কিরে ভাইয়া-
"তোমার নাম কি?
"পিছন থেকে আমায় ডাকছো কেন? "ভাইয়া আমার নাম হল বুলু। 
' তা বুলু ভাই আমার তুমি এতরাতে এখানে কি করছো? 
'বাসায় যাও তোমার বাবা-মা তোমার জন্য চিন্তা করবে। 
- বাসা..!
" আমার বাসা তো এখানেই। 
- আর মা-বাবা তো আমার সাথেই কেউ চিন্তা করবে না।
- মানে...?
'ঐই যে আকাশ দেখতে আছেন ঐ হচ্ছে আমার বাবা! সবসময় আমার মাথায় উপরে ছায়া হয়ে থাকে।
আর এই যে মাঠি এই হচ্ছে আমার মা। সুখে দুঃখে আমায় আগলে রাখে।....
- ও আচ্ছা।


" ভাইয়া....ও...ভাইয়া...!"
'আপনার হাতে এটা কি?
বিরিয়ানির প্যাকেট বাসায় গিয়ে খাবো তাই নিয়েছি।
'তুমি রাতে খেয়েছ?
'না ভাই।
"কি খাবো...?


কথাটা বলে বিরিয়ানির প্যাকেটটার দিকে একধ্যানে তাকিয়ে রইলো বুলু।
ইমু বিষয়টা বুঝতে পারে।
ইমু বিরিয়ানির প্যাকেটটা বুলুর হাতে তুলে দিল। প্যাকেটটা পেয়ে বুলুর ঠোঁটের কিনারায় এক টুকরো তৃপ্তির হাসি চলে এলো। 
ইমুর সব দুঃখ ভুলিয়ে দিচ্ছে বুলুর ঐ হাসিটুকু।

-------------- 



লেখকঃ তাসফীর ইসলাম (ইমরান) শিক্ষার্থীঃ সার্ভে ইঞ্জিনিয়ারিং, বাসাই 

imran187619@gmail.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.