Click the image to explore all Offers

অণুগল্প।। থাপ্পড়।। আবদুস সালাম


 থাপ্পড়

 আবদুস সালাম


মেয়েটির চাদর আর ভ‍্যানিটি ব‍্যাগ ধরে চলছে  টানাটানি ।

আশাদ্বীপ নার্সিং হোমের অনেক রোগী দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। পাশে চায়ের দোকান, , তেলে ভাজার দোকানে অনেকেই মুড়ি খাচ্ছে। মজা দেখছে সব। টানাটানি ধ্বস্তাধ্বস্তি করতে গিয়ে মেয়েটির কুর্তি ছিঁড়ে গিয়ে বেরিয়ে গেছে সযত্নে রাখা তার আব্রু।

একা একজন মেয়ে আর অন্য দিকে মস্তান দুই যুবকের বাহাদুরি। নাজেহাল অবস্থা । কিছুতেই বুঝে উঠতে পারছে না। কেউ এগিয়ে আসেনি। প্রতিবাদহীন   অসংখ্য জনতা সবা মজা দেখছে।সভ‍্য টাউনেবাবুদের কি সুন্দর চাহনি। হয়তো বা মাঝে কেউ পুরো ব‍্যাপারটা মোবাইল বন্দী করেছে।

রাজীব গান্ধী মূর্তি পাদদেশে দাঁড়িয়ে থাকা একটি পাগল । পড়নে তার ছেঁড়া তেল চিটচিটে প‍্যান্টুলুন।হাতে  আধ ঠোঁঙা মুড়ি। হয়তো কোন লোক খেতে খেতে উচ্ছিষ্ট গুলো দিয়ে ছিল। এমনতর কান্ড দেখে মুড়ির ঠোঙা ফেলে দিয়ে ছুটে গিয়ে বড়ো মাস্তানের গালে সজোরে মারলো থাপ্পড়। কিছু বুঝে না ওঠার আগেই দ্বিতীয় মাস্তানের মুখে এক ঘুষি।

মেয়েটি ও সাহস পেয়ে পায়ের চটি খুলে দুজন দুজনকে বসিয়ে দিল কয়েক ঘা। 

 টোলট‍্যাক্স আদায় করা বৃদ্ধ কাকু মনে মনে বিড়বিড় করে বলতে লাগলেন পাগলের ঐ থাপ্পড় টি আপনাদের ও পাওয়া উচিত ছিল।

---------------  

 

আবদুস সালাম 

 শ্রীকান্তবাটি মাদারল‍্যান্ড ডাক রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ৭৪২২২৫/


৯৭৩৪৩৩২৬৫৬



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.