বিজ্ঞপ্তি
লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫
নভেম্বর ২১, ২০২৪
রাজার প্রতি তবুও অবিশ্বাস নেই তার। হয়তো মেইল করে কিম্বা জেরক্স করে পাঠিয়ে থাকবে।
আশীষ ভাবে সে লেখে শুধু, প্রকাশের তাগিদ খুব একটা নেই। তেমনি চাকরী করে, সংসারে থাকে, বিয়ে করারও খুব একটা ইচ্ছে নেই তার। বাড়ির লোকজন চেষ্টাচরিত্র করে ছেড়ে দিয়েছে।
এবার সুছন্দার একাকীত্ব তাকে নাড়া দেয়।
সে কি রাজার প্রতি কোনো দ্বেষ তৈরি করতে চায় তার মনে।
জীবনানন্দকে মনে পড়ে খুব।
প্রনয়ের প্রথম কথা মনে হয় দ্বেষ। সুছন্দার প্রতি কেমন যেন টান অনুভব করে সে। মায়া জমায়।
হঠাৎ সুছন্দাকে ফোন করে বসে, তোমার কি খুব একা লাগে সুছন্দা ?
ওপার থেকে অনুযোগ। - তুমি যদি বুঝতে, কবিতা ছাড়া তো আর কিছু ভাবলে না।
তবে তুমি বিনয় হতে পারবে না, এটুকু বলে দিলাম। একদিন সময় করে এসো।
------------