দুই দুঃখিনী
থরথর করে কাঁপছে বছর তিনেকের মেয়েটি। দুগালের জলের দাগ এখনো শুকোয়নি। ব্যাপারটা কী? জন্মের সময় মা মারা যায়। অসুখে ভুগে কিছুদিন হল বাবাও মারা গেছে। গরীব ঘরে কাকার সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, উটকো ঝামেলা কে নেবে ! তাই আত্মীয়রা হোমে দিতে এসেছে। অবোধ শিশু, মনের গহনে কিছু হয়তবা বোঝে, বা বোঝে না। কাঁদতে কাঁদতে বোবা হয়ে গেছে। ভীত চোখে চারদিকে তাকিয়ে হয়ত কোন নিরাপদ আশ্রয় খোঁজে !
একটু দূরে দাঁড়িয়ে অদিতি বাচ্চাটিকে লক্ষ্য করতে থাকে।বছরখানেক আগে কোল খালি করে যাওয়া তার ছোট্ট সোনামণির দুঃখ ভুলতে সে এই অনাথালয়ে যুক্ত হয়েছে ! বাচ্চটির দুঃখ আর তার দুঃখ কোন এক বিন্দুতে যেন মিলে গেল। দুহাত বাড়িয়ে অদিতি কোলে তুলে নিল মেয়েটিকে। অপেক্ষা আর কিছুদিনের, নিয়মনীতি মেনে সে অদিতির কোল জুড়ে বসবে।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
জয়িতা দত্ত
অমলাংশু সেন রোড, কলকাতা - ৪৮