মার্ক্স উবাচ
তরুণ মান্না
দেশে মহাসংকট দেখা দিয়েছে । রাজার অপরিনাম- দর্শীতায় অশিক্ষা ও বেকারত্ব বেড়ে চলেছে । এক মুঠো খাবারের জন্য মানুষ হাহাকার করছে। প্রজারা
অসন্তুষ্ট । ক্ষোভের আঁচ পেয়ে রাজা ধর্মগুরুর কাছে গেলেন।তিনি বললেন, 'মার্ক্স কি বলেছিলেন মনে আছে ?"শোষিত মানুষের কাছে ধর্ম আফিম স্বরূপ"।'
পরদিনই রাজা ঘোষণা করলেন, "রাজ্যে একটি সুবিশাল মন্দির স্থাপন করবো ।"
প্রজারা সব ভুলে দু হাতে তুলে নাচতে লাগল ... ------------------------------------
Tarun Manna.
Vill- Khandalia.P.O.- Kalatalahat.Via-Falta.Dist-South 24Parganas.M.No.-9732035536 9851648323.E.mail- mina.tarun.manna@gmail.com