আমার নাতি সায়নের সাত বছর বয়স । আজ তার জন্মদিন। কিন্তু মন খারাপ। মায়ের আজ নাইট ডিউটি।সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল সাতটা। অনেক বোঝালাম। তবুও দুঃখটাকে ঝেড়ে ফেলতে পারল না। সায়নকে নিয়ে বেলুন ও বার্থডে-ক্যান্ডেল কিনতে বেরিয়েছিলাম।ফুটপাত ধরে হাঁটছি। সায়নের বয়সি একটি মেয়ে সামনে হাত পেতে দাঁড়ালো-- একটা টাকা দাও না। আমি বললাম--তোকে দু টাকা দেব। যদি আমার প্রশ্নের জবাব দিস।আচ্ছা, তোর জন্মদিন পালন হয়? সে আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লো।অবাক হয়ে বললো-- জন্মদিন ! -- আচ্ছা,তোর মা সব সময় তোর কাছে থাকে ? -- আমার মা তো নেই । তাকে দু টাকা দিতে সে চলে গেল ।
আমি সায়ন কে বললাম--দেখো, ও তোমারই বয়সি। কিন্তু ওর কোনো জন্মদিন পালন হয় না। আর তোমার মা হয়তো কয়েক রাত তোমার কাছে থাকে না। আর ওর মা -ই নেই । তাহলে ওর কত দুঃখ বল। ওর তুলনায় তোমার দুঃখ তো কিছুই নয়। সায়ন চুপ করে রইলো। কিছু বলল না।
বাড়ি ফিরে এসে সায়নকে একটা খাতা- পেন্সিল চাইলাম।তারপর খাতার পাতায় একটা সরলরেখা টেনে বললাম-- এটাতে হাত না লাগিয়ে ছোট করতে পারবে ? -- না,পারব না। আমি সেই সরলরেখাটার পাশে একটা বড় সরলরেখা টেনে বললাম -- এবার আগের সরলরেখাটা ছোট হয়ে গেল কি না ?-- ,হ্যাঁ তাইতো ! -- তোমার দুঃখকে সব সময় বড় দুঃখের পাশে রাখবে। দেখবে তোমার দুঃখটা ছোট হয়ে গেছে।
সায়ন কিছুক্ষণ চুপ করে রইলো। মনে মনে কিছু ভাবলো। তারপর বলল-- দাদু, আমার সঙ্গে এক জায়গায় যাবে ? -- কোথায় ?-- একজনকে খুঁজতে।আর হ্যাঁ, সঙ্গে কিছু টাকাও নেবে। -- কী হবে ? -- নতুন জামা-কাপড় কিনতে হবে না ? -- তোমার তো কেনা হয়ে গেছে ? -- আমার নয়, তার...
............................................
ছবি ঋণ- ইন্টারনেট
Tarun Manna.Vill- Khandalia.P.O.-Kalatalahat.Via-Falta.Dist-South 24Parganas.PIN-743504 .M.No.-9732035536 9851648323.Email-mina.tarun.manna@gmail.com