অবিশ্বাস
মোঃ ফজলুল কবির পাভেল
কিভাবে কিভাবে দিন কেটে যাচ্ছিল মিলির ।
সাধারণ মধ্যবিত্ত জীবন ।মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া আর বাচ্চাদের নিয়ে একটু বাইরে খেতে যাওয়া । এভাবেই দিন চলে যাচ্ছিল মিলির।
মিলির স্বামী রনি ব্যাংকে জব করে। পড়াশোনা শেষ করেছে মিলি। তারপর সে সংসার নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে । বাচ্চাদের নিয়েই আর সংসারের কাজেই যেন দিন কেটে যায় ।
ভালবেসে বিয়ে করেছিল তারা। রনির প্রতি অগাধ আস্থা মিলির। এভাবেই দিন চলে যাচ্ছিল।
একদিন হঠাৎ করেই মিলির মোবাইলে একটি কল আসে। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে লোকটি মিলিকে একটু থানায় যেতে বলে।
অবাক হয় মিলি। ভাইকে ফোন করে সাথে নিয়ে সে থানায় যায়। সেখানে গিয়ে দেখে রনি বসে আছে মাথা নিচু করে । পাশে একটি মেয়ে।মেয়েটি দেখতে বেশ সুন্দর। রনি কিছু বলার আগেই পুলিশ অফিসার বলে ওঠে ," আপনার স্বামীর দুই বছর ধরে শারীরিক সম্পর্ক করে আসছে মেয়েটির সাথে। আজকে মেয়েটি কল করে আমাদেরকে জানায় এবং আমরা গিয়ে সেই মেয়ের বাসায় আপনার স্বামীকে পাই। মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে আমরা তাঁকে গ্রেপ্তার করি এবং থানায় নিয়ে আসি।"
মিলির মাথায় আকাশ ভেঙে পড়ে। সবকিছু কেমন এলোমেলো মনে হয়। মিথ্যা মনে হয়। এতদিন সে তবে কাকে বিশ্বাস করে এসেছে ?কাকে সে এত ভালোবেসেছে? কাকে নিয়ে সে সব স্বপ্ন দেখেছে?
একবার ভাবে মিলি মেয়েটির কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইবে। কিন্তু কোথাও যেন বাধা পায় সে ।কিছুই বলেনা আর মিলি। ভাইকে নিয়ে মাথা নিচু করে থানা থেকে বের হয়ে আসে।পা যেন আর চলতে চায়না তবু আস্তে আস্তে সে বাসার দিকে অগ্রসর হতে থাকে।
---------------------


