তরুণ মান্না
বাজার থেকে ফিরতে আজ একটু দেরি হয়ে গেল ।আমার হাত থেকে বাজারের ব্যাগ নিতে এসে স্ত্রী সুতপা বলল--তোমার আজ এতো দেরি
হল যে ?
--আর বোলো না।আজ বাজারে এক ঝামেলা হয়েছে ।
--কিসের ঝামেলা ?
--এক ভদ্রমহিলার গলা থেকে হার ছিনতাই হয়েছে ।
--তারপর?
--হারটা ছিঁড়ে নিতেই ভদ্রমহিলা চিৎকার করে ওঠেন।তখন কিছু লোক ছিনতাইকারীর পিছু ধাওয়া করে ।যুবকটি প্রাণপণে দৌড়তে থাকে ।তার পিছু পিছু পাবলিকও।ছিনতাইকারী
আমার পাশ দিয়ে যাবার সময় আমাকে ধাক্কা মারে ।আমি পড়ে যাই।আমার সঙ্গে ধাক্কা লাগার
ফলে তার কিছুটা সময় নষ্ট হয়।এবং পাবলিক তাকে ধরে ফেলে।তারপর ধোলাই।কেউ জুতো,
কেউ হাত দিয়ে।চড়-চাপড়,লাথি,কিল,ঘুসি--যে যার মতো চালাতে লাগল।আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম--হারটা পাওয়া গেল ?এতক্ষণে সবার হুঁশ এল।মার থামিয়ে তার সর্বাঙ্গে খুঁজতে লাগল।কিন্তু হারটা পাওয়া গেল
না।হারটা না পাওয়ার শোকে হারের মালিক ভদ্রমহিলা চিৎকার করে উঠল--হায়!হায়!আড়াই ভরি সোনার নতুন লাউডগা ডিজাইন।
সবে বানিয়েছিলুম...
এবার কেউ কেউ বলল--তাহলে বোধহয় হারটা গিলে নিয়েছে।এক্সরে করলে ধরা পড়বে।
এমন সময় পুলিশ এসে হাজির।তারা তাকে থানায় নিয়ে গেল।যাক্ গে।দেরি হয়ে গেছে। চান
করে আসি।
সবেমাত্র বাথরুমে ঢুকেছিল সুতপা চিৎকার করে উঠল--এ কী!এটা তোমার ব্যাগে কোত্থেকে এল?মনে হল যেন ব্যাগের ভেতর থেকে সাপ বেরিয়েছে। আমি ছুটে গেলাম।গিয়ে সুতপার হাতের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম।সুতপার হাতে একটা সোনালি লাউডগা সাপ...
----------------------------------------
ছবি ঋণ- ইন্টারনেট