ধান কাটা হয়ে গেছে।পড়ে আছে শূন্য ক্ষেত। চাষি এসেছে অন্য কাজে।সে চারদিকটা চেয়ে দেখল।তার মনে হল,খাঁ-খাঁ করছে শূন্য ক্ষেত।একদিন ছিল দিগন্ত বিস্তৃত সবুজের মেলা।শিশুর মতো কচি কচি ধানগাছ ।মাটি মায়ের স্নেহ-মমতা ও বুকের অমৃত ধারায় বেড়ে উঠল যুবতীর মতো।একদিন গর্ভধারণ করল।মা হল।উঁকি দিল ধানের শিষ। দিন যায়। ধানের শিষ বাড়ে।সোনালি আভার ছোঁয়া লাগে।গাছের শরীরে লাগে হলুদ রং। ফসলের ভারে নত হয়ে আসে প্রৌঢ় শরীর।সোহাগি নাতনির মতো মাথার চুলে বিলি কাটে সাঁতারবিলাসী হাওয়া। আজ শূন্য সব।নাড়া বুকে নিয়ে পড়ে আছে ফসলহারা ক্ষেত। যেন মৃত সন্তানের পোশাক আঁকড়ে পড়ে আছে শোকার্ত মা। হঠাৎ তার চোখের সামনে সদ্য সন্তানহারা নিজের মেয়ের মুখখানা ভেসে উঠলো। যে রোজ মৃত সন্তানের পোশাক আঁকড়ে ধরে চোখের জলে বুক ভাসায়... ---------------------------------------
Tarun Manna.
Vill : --Khandalia.
P.O. : -Kalatalahat.
Via : Falta.
Dist : South 24Parganas. PIN : 743504. M.NO. : 9732035536. 9851648323.