Click the image to explore all Offers

গল্প ।। আবদার ।। রাম সরেন



আবদার

রাম সরেন 

রঞ্জিত আর জোস্নার বন্ধুত্বটা সময়ের স্রোতে ভেসে গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়েছে, যদিও অন্যদের সামনে তারা নিজেদের বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু তারাও জানে এটা তার থেকেও অনেক বেশি কিছু হয়ে গেছে। দুজন দুজনকে ভালোবাসা এবং সেটা বলে দেওয়ার আগে পর্যন্ত  সময়টা বড়ই অদ্ভুত, ঠিক বর্ণনা করা যায় না।
রাতরঞ্জিত ও জোস্না দু'জনেই অনলাইনে আছে , অবশেষে নীরবতা ভেঙে জোস্না ম্যাসেজ করল - " ওই কি করছিস্?"
রঞ্জিত - " এই তো বসে আছি।"
জোস্না - " চুপ কেন ? কিছু বল।"
রঞ্জিত -" কি শুনবি ?"
জোস্না -" তোর খুশি "
রঞ্জিত -" বলার তো অনেক কিছু আছে ।"
জোস্না - " শোনার জন্যই তো অপেক্ষা করছি "
রঞ্জিত - " তাই !! "
জোস্না - "হ্যাঁ তাই; "
রঞ্জিত - " কেমন আছিস্ ? "
জোস্না - " ভালো, আমি দেখব কতদিন না বলে থাকতে পারিস্।"
রঞ্জিত -" দেখা যাক;"
জোস্না -" কোথায় আছিস ?"
রঞ্জিত -" স্কুলে বসে আছি ।"
জোস্না -" এতো রাতে !"
রঞ্জিত -" কেন , কি হবে ?"
জোস্না -" ঠান্ডা লাগলে শরীর খারাপ করবে তো ।"
রঞ্জিত -" আমার কিচ্ছু হবেনা, তুই আছিস তো "
জোস্না -" তাই না, বেশি কথা না বলে বাড়ি গিয়ে খেয়ে শুয়ে পড়।"
রঞ্জিত - " আদেশ!!"
জোস্না -" হ্যাঁ, আমি জানি এই অধিকার আমার আছে আর সবসময় থাকবে।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.