এক হাসপাতালে পাশাপাশি দুই বেডে দু - জন সত্তর ঊর্ধ্ব বৃদ্ধ ভর্তি ছিলেন । নানা কথায় কথায় তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে । তাদের একজন প্রতিদিন বিকেলে নার্সকে অনুরোধ করতেন তাকে বেডের মধ্যে বসিয়ে দিতে । তিনি বাইরের দিকে তাকিয়ে থাকতেন । অপর বন্ধু ' কি দেখলেন বন্ধু ' বলে প্রশ্ন করলে তিনি বলতেন - " বাইরে একটি বড়ো মাঠ , সেখানে বাচ্চারা খেলা করছে , দূরে একটি বড়ো পাহাড় - সূর্যাস্তের রঙীন আভার ছটায় গোটা পাহাড়টাও যেন রক্তিম হয়ে পড়েছে ; পাশ দিয়ে অনেক পাখি উড়ে চলেছে । " বেডে শুয়ে থাকা বৃদ্ধ মনে মনে ওগুলি কল্পনা করে অনুভব করতেন ।
হঠাৎ গল্পবলা বন্ধুর মৃত্যু ঘটে । তার দু - তিন দিন পরে বেঁচে থাকা বৃদ্ধ নার্সকে অনুরোধ করেন তাকে একটু বেডে বসিয়ে দেবার জন্য । নার্স তাকে তুলে বেডে বসিয়ে দেন । বৃদ্ধ সামনের দিকে তাকিয়ে কেবল একটি হলুদ রঙের দেওয়াল দেখতে পান । উনি নার্সকে ডেকে বলেন - " কই , সামনে তো কিছু - ই নেই ; শুধু একটি দেওয়াল দেখতে পাচ্ছি । " তবে ওই বন্ধু কিভাবে এতকিছু দেখতে পেতেন ? "
নার্স দিদিমণি একটু মুচকি হেসে বললেন - " উনি অন্ধ ছিলেন । উনি যা বলতেন সেগুলি সম্পূর্ণ ওনার কল্পনা শক্তি ।
ছবিঋণ- ইন্টারনেট ।
----------------------
মানস দেব
বালুরঘাট , দক্ষিণ দিনাজপুর
মোবাইল নাম্বার : 9531734490
যদি প্রথম জন জন্মান্ধ হন তবে গল্পটি অর্থহীন হয়ে যাবে।
উত্তরমুছুন