Click the image to explore all Offers

গল্প।। বিস্মিত বসন্ত ।। শুভশ্রী দাস ।। কথাকাহিনি ২৬; ১লা এপ্রিল ২০২১;

বিস্মিত বসন্ত 


 

শুভশ্রী দাস

 
হঠাৎই খবর পেলাম সমুদ্র মানা করেছে, আসবি না আমাকে দেখতে।তোর জন্য আমি আর নেই ।হঠাৎই ঘুম ভাঙল, ওওও স্বপ্ন ।যাক আমি ভাবলাম সত্যিই ।সকাল থেকে মন কেমন গল্প গুলো স্মৃতিপটে উজ্জ্বল হয়ে আসছে ।
বাগদি বাড়ির শিমুল পলাশ ফুলের রাশি মনে করাচ্ছে এ বসন্ত জাতপাতের অনেক উপরে ।
আমার প্রিয়জন আজ জাতের দোহাই দিয়ে ওই বাগদি বাড়ির পলাশ ফুলে তার অন্য প্রিয়জন কে সাজাচ্ছে।
মা ফুল নেবে? আমি ছিলাম দোতলার ঘরে।বললাম আসছি ।
অনেক ফুল কিনলাম ।বুড়ো দাদু বলল এতো ফুল কী করবে?বললাম সাজব সাজাবো ।
কাকে সাজাবে ?কেন আমার প্রিয়জন কে।কিন্তু তুমি তো একা।
সবার চোখ কী সমান দাদু? 
তাও ঠিক ।
একঝুড়ি ফুল নিয়ে আমি ধুলায় লুটিয়ে গেলাম । আর দাদু ভাবতে লাগল যাক গরমের কটা জামা কেনা যাবে ।এ এক বিস্মিত বসন্তই বটে ।
 
ছবিঋণ- ইন্টারনেট । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.