আজ সপ্তাহ দুয়েক পর আবার বৃদ্ধ মানুষটি থানায় এসেছেন। ওসি সুমিত সেন এই মানুষটির প্রতি বেশ সহানুভূতিশীল। মন দিয়ে তাঁর কথা শোনেন। চা খাওয়ান। সুমিত সেনের এই ব্যাবহার বৃদ্ধকে ভরসা জোগায়। মাসে দুবার তাঁকে থানায় টেনে আনে।
--- আপনি আবার কষ্ট করে এলেন কেন? আমরা খোঁজে আছি। কোন খবর পেলে আমরাই আপনাকে ডেকে পাঠাবো। সুমিত সেন তাঁর দশ বছরের চাকরি জীবনে অনেক কিছু দেখেছেন। তিনি জানেন,প্রাপ্তবয়স্ক কেউ যদি স্বেচ্ছায় কারো সঙ্গে পালিয়ে যায়,তাকে খুঁজে পাওয়া মুশকিল। নাম ধাম জানা সত্ত্বেও। প্রতিবারের মত আজও তাঁর স্ত্রীকে খুঁজে বের করার মিথ্যে আশ্বাস দিলেন,তিনি।
--- না স্যার, আপনাদের আর খুঁজতে হবে না। আমি আর আপনাদের বিরক্ত করতে আসব না। যার হাত ধরে বৌটা পালিয়েছিল,সেই বদমাইশটা গয়নাগাটি নিয়ে কোথায় পালিয়ে গেছে। গতকাল রাতে বৌটা আমার কাছে ফিরে এসেছে। সেই খবরটা দিতেই আজ এলাম। এখন আমি চলি,স্যার। নমস্কার।
একরাশ অন্ধকার ফেলে রেখে আলোয় মোড়া রাস্তায় নেমে পড়লেন বৃদ্ধ মানুষটি। এখন ওসি সুমিত সেনের অস্তিত্ব জুড়ে তাঁর মধ্যরাত্রি অন্ধকারের সঙ্গে বৃদ্ধের ছেড়ে যাওয়া আর এক প্রস্থ জমাট অন্ধকার। এখনই বৃদ্ধের এফআইআর ছিঁড়ে ফেলতে হবে। কিন্তু তাঁর স্ত্রীর নামের অলিখিত এফআইআর ছেঁড়া যাবে না কিছুতেই।
ছবিঋণ- ইন্টারনেট ।
ঠিকানা:-
৫৬এ, মিলন পার্ক।।
কলকাতা--৭০০০৮৪
ফোন--৬২৯১৩৭৭৩৮২
Whatsapp নং ৬২৯১৩৭৭৩৮২