Click the image to explore all Offers

গল্প।। হোলির আড়ালে জীবন ।। অঞ্জলি দে নন্দী, মম ।। কথাকাহিনি ২৬; ১লা এপ্রিল ২০২১;






মেজ বউটির একটি মেয়ে, বিকলাঙ্গ। বরটা তো আইবুড়ো বেলায় বড় বৌদির সঙ্গে একই শয্যায় রোজ রাত কাটাতো। বড়দা তো বহুদূরে চাকরীর সূত্রে থাকতো। 

মেজোর বিয়ের পর থেকে বড়দা, বড়বৌদি, তাদের এক ছেলে, এক মেয়ে, মেজো বউ, মেজো ভাই ও ওদের ওই এক মেয়ে একসাথে একটি টু বি. এইচ. কে. কিনে সেখানে থাকে। বড়দা একটি প্যাথলজি ক্লিনিকের টেষ্ট করে। মেজো ভাই একটি ফার্মেসীতে সেলস ম্যানের চাকরী করে। 

হোলির দিন। সারা বিল্ডিং-এর, সব ফ্ল্যাটের সবাই সকালে রং খেলছে। সবাই ছাদে। ওদিকে ওই সময় মেজো বউটিকে তার বর, বড় জা ও বড় ভাসুর মিলে চেপে ধরে প্রচুর ঘুমের বড়ি খাইয়ে দিল। এরপর ও ঘরে সেন্সলেশ হয়ে পড়ে রইল। আর ওরা ছাদে এসে দোল খেললো। সবাই খোঁজ করল, " মেজো বৌ আসে নি ক্যানো? " ওরা বলল, " ঘুমোচ্ছে। " সবাই ঘরে ডাকতে গিয়ে দেখল যে সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে আর মেয়েটি পাশে ঘুমিয়ে আছে। সবাই ডেকে সারা না পাওয়ায়, ওকে নিয়ে সামনের হাসপাতালে গেলো। চিকিৎসক বললেন, " ওর পেটে ঘুমের ওষুধ আছে। এখনই আমরা ওকে ভর্তি করে নিচ্ছি। চিকিৎসা করে, সুস্থ করে ছেড়ে দব। " সবাই বিল্ডিং-এ ফিরে এসে ওই পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করল। ওরা বলল, " সুইসাইড করতে চেয়েছিল। ওরা তো এসবের কিছুই জানে না। " 

পরে ও হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফ্ল্যাটে ফিরে এলো। আর বিল্ডিং-এর সবাইকে সত্য ঘটনা প্রকাশ করে দিল। সবাই বলল, " আর এরকম করলে ওদেরকে থানায় দিয়ে আসবে। "

এরপর দুমাস কাটলো। মেজো ছেলেটি ওর স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে এলো। মেয়েকে নিয়ে কোনো প্রকারে মেজো বৌটি সকালে নিজের বাপের বাড়ি চলে গেল। আর কোনদিনই স্বামীর কাছে এলো না। মাঝে মধ্যে ফোনে বিল্ডিং-এর সবার সঙ্গে কথা বলত। 

মেজো বউ বাপের বাড়ি চলে যাবার এক বছর পর ছোট ভাইয়ের বিয়ে দিল দাদারা। ও একটি প্রাইভেট নার্সিং হোমের ওয়ার্ড বয়ের চাকরী করত। এবার ছোট বউ এসে মেজো বৌয়ের ঘরে থাকে। আর মেজো ভাসুর ড্রয়িং রুমে থাকে। বড় ছেলেটা এক ঘরে, পত্নী, ছেলে ও মেয়েকে, ছোট ছেলেটি স্ত্রীকে নিয়ে আরেক ঘরে থাকে। 

এরপর কেটে গেল পাঁচ বছর। মেজো ছেলেটি এবার প্রেম করে আরেকটি বিয়ে করল। সে বউ এসেই সবাইকে শাহেস্তা করল। আসলে সে ছিল ওই ছোট ভাইয়ের নার্সিং হোমের আয়া। ছোটর বিয়ের সময় এসেছিল ও আলাপ হয়েছিল। তারপর থেকে যোগাযোগ ও প্রেম। আর বউ হয়ে ঢুকলো। বড় বউ তো তার ফ্যামিলি নিয়ে আলাদা হয়ে চলে গেল। এই ফ্ল্যাটটি কেনার আগে যে বাড়িতে ভাড়া থাকত, আবার সেখানে গিয়ে ভাড়াতে রইল। ছোট এখানে রইল। একই নার্সিং হোমে কাজ করে তো মেজো বৌদী ও ছোট দেওর। 

এরপর ছোটর একটি ছেলে হল। তার দু বছর পর মেজোর একটি ছেলে হল। এ আগের পক্ষের মেয়েটির মত বিকলাঙ্গ নয়। সম্পূর্ণ স্বাভাবিক এ। 
-----------------------------------------
ছবিঋণ- ইন্টারনেট ।


PM 21:12

রবিবার

21, 03, 2021




উত্তমনগর।

নতুন দিল্লী-১১০০৫৯

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.