Click the image to explore all Offers

গল্প।। কুয়াশা ।। প্রদীপ কুন্ডু ।। কথাকাহিনি ২৬; ১লা এপ্রিল ২০২১;






     একমুঠো কুয়াশা মানে রক্তিমের কাছে ভালোবাসা। একমুঠো কুয়াশা মানে অনেক আবেগমাখা স্মৃতি।কুয়াশায় হারিয়ে যেতে ভালোলাগে রক্তিমের। প্রতিটা শীতে সে আজও খুঁজে বেড়ায় তার প্রিয় মানুষটাকে। কুয়াশা আজও যেন তাকে লুকোচুরি খেলতে ডাকে। তার পা ভিজিয়ে দেয়।কিন্তু কখনো ভাবেনি কুয়াশার মাঝেও ফিরে আসবে মানুষটা...... অনুভবে।
       রক্তিম এখন দশম শ্রেণীর ছাত্র। এক পিতৃহারা ছেলে।প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে বেরোয় একাএকা। তার সবচেয়ে প্রিয় মানুষটার খোঁজে।
       রক্তিম যখন ক্লাস ফাইভে পড়তো। বাবার সাথে প্রত্যেকদিন প্রাতঃভ্রমণে যেতো সে।সব খেলাগুলোর মধ্যে শীতের সময় বাবার সাথে লুকোচুরি খেলা ছিল তার খুব প্রিয়। কিন্তু হঠাৎ একদিন কুয়াশায় বাবার সাথে লুকোচুরি খেলতে খেলতে বাবার স্ট্রোক হয়। বাবা সেই যে লুকলো আর ফিরে আসেনি। রক্তিম আজও খুঁজে বেড়ায় তার বাবাকে। কুয়াশার মধ্যে সে এখনো যেন বাবার গন্ধ পায়।
      আজ হঠাৎ একটা ঘটনা নাড়া দিয়ে গেলো রক্তিমকে। রক্তিম যতো বার মনে করছে তার গায়ে কাঁটা দিয়ে উঠছে। 
    রক্তিম প্রতিদিনের মতো বছর খানেক আগে পার্কের পাশের ফুটপাত ধরে হাঁটছিলো... চারিদিকে ঘন কুয়াশা। সে স্পষ্ট শুনতে পেয়েছিলো কেউ তাকে বলেছে... ভালো করে পড়াশোনা কর। সামনের বছর মাধ্যমিক। তুই কিন্তু একটু ভালো খাটলেই স্টার পেতে পারিস। গলাটা রক্তিমের খুব চেনা। ছোটবেলায় রোজ সেই গলায় কতবার নিজের নাম শুনেছে।কিন্তু রক্তিম কাউকে বলেনি। সবাই মনের ভুল ভাববে বলে।সেও কখনো কখনো ভেবেছে নিজের ভুল।
   কিন্তু আজ।...... গতকালই রক্তিমের রেজাল্ট বেরিয়েছে। রক্তিম যথারীতি স্টার পেয়েছিলো।কিন্তু হঠাৎ আজ সকালে কুয়াশার মাঝে হাঁটার সময় আবার যেন কেউ তাঁর কানের কাছে বলেছে.....বলেছিলাম তো একটু ভালো করে পড়াশোনা কর... তুই পারবি। রক্তিম অনেক খুঁজেও দেখতে পায়নি তাকে। তবে অনুভব করেছে......বাবার ভালোবাসা মাখা গন্ধ ঘণ কুয়াশার মাঝেও।
 
ছবিঋণ- ইন্টারনেট ।
===============================
নাম - প্রদীপ কুন্ডু
ঠিকানা -১৯১/ই নিমাই তীর্থ রোড, বৈদ্যবাটি হুগলী-৭১২২২২
ফোন নম্বর -৯০৩৮৩৭০৬৮৫

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.