Click the image to explore all Offers

অণুগল্প।। এপ্রিল ফুল ।। অঞ্জনা দেব রায়।। কথাকাহিনি ২৬; ১লা এপ্রিল ২০২১;



 

 

 
  রনি বনি দুইজন খুব প্রিয় বন্ধু ছোট থেকে একই গ্রামে বড় হয়েছে একই স্কুলে এক ক্লাসে  এবং দুজন পাশাপাশি বসত ছুটির দিন গুলিতেও একসাথে খেলা করত, এমনকি কোনদিন রনির বাড়িতে আবার কোনদিন বনির বাড়িতে একসাথে লেখাপড়া , একসাথে খাবার খাওয়া চলত দুজন দুজনকে এতটাই বিশ্বাস করত যে কেউ যদি বানিয়ে একজনের কাছে আরেকজনের নামে  মিথ্যে কথা বলত , বনি বা রনি কেউ বিশ্বাস করত না   তবে মাঝে মাঝে ওরা নিজেরাই নিজেদের কাছে বোকা বোনে যেতরনি খুব খেতে ভালবাসত বলে বনি বোকা বানানোর জন্য রনিকে বলত " আজ আমাদের বাড়িতে মাংসভাত হয়েছে তুই খাবি তো এসে যাস " মাংসভাতের কথা শোনার পর রনি সঙ্গে সঙ্গে বনিদের বাড়িতে চলে যেত কিন্তু রনি গিয়ে দেখল ডাল  ভাত আর ডিমের  ঝোল হয়েছে রনি তখন রেগে যেত একটু  পরে আবার ঠিক হয়ে যেত আবার রনি কখনো বনিকে বলতটিউশনের টিচার  তোকে  ডেকেছে বনি গিয়ে দেখত টিচার ডাকেনি   এইরকম ছোটখাটো এপ্রিলফুল ওদের মধ্যে চলত   আস্তে আস্তে  একসময় দুজনেই কলেজের গণ্ডি পার হয়ে চাকরি করতে শুরু করে    রনি কোলকাতাতে সরকারি অফিসে চাকরি করে  আর বনি বড় কোম্পানির চাকরি নিয়ে সিঙ্গাপুরে চলে যায় বছরে একবার বাড়িতে  আসত যেকদিন বাড়িতে থাকতো সেই কয়দিন রনির সাথে সময় কাটাত এইভাবে কিছু বছর যাওয়ার পর বনি কোলকাতায় নিজের নামে  বড়  ফ্ল্যাট কেনে ফ্ল্যাটটি ছিল ১৫ তালার ওপরে একবার ছুটিতে কলকাতায় এসে বনি রনিকে রাতের খাবারের জন্য নতুন ফ্ল্যাটে ডাকে   রনি তো মহাআনন্দে  দিনটার জন্য অপেক্ষা করে থাকল যে বনির সাথে বসে একসাথে গল্প করবে আর ভাল ভাল খাবার খাবে বলে    অবশেষে দিনটি যখন আসলো রনি খুব সেজে খুশিমনে বনির নতুন ফ্ল্যাটে গিয়ে ডিনার করার জন্য রওনা দিল ওদিকে বনি ইচ্ছে করেই অফিসের কাজ নিয়ে সিঙ্গাপুরে চলে গেল ঠিক যেদিন রনিকে ডিনারে আসতে বলেছে তার আগের দিন বনি সিঙ্গাপুরে যাওয়ার আগে একটা বড় সাদা কাগজে কিছু লিখে দরজায় আঠা দিয়ে কাগজটি লাগিয়ে চলে যায় রনি তো ডিনার  খাওয়ার দিন আনন্দ করে বনির ফ্ল্যাট বাড়ির সামনে গিয়ে দেখল বনিদের ফ্ল্যাট বাড়ির লিফটা খারাপ আছে
বনিদের ১৫ তালা ফ্ল্যাটবাড়ির সবচেয়ে ওপরে মানে ১৫ তালাতেই বনির ফ্ল্যাট তখন রনি খুব কষ্ট করে সিঁড়ি দিয়ে  হেঁটে হেঁটে ১৫ তালায় বনির ঘরের কাছে গিয়ে কলিংবেল বাজাতে গিয়ে দেখল বনির দরজায় বড় তালা লাগানো আর দরজার গায়ে  আটকানো সাদা কাগজে বড় বড় করে লেখা আছে আজ ' এপ্রিল ফুল' । 
 
ছবিঋণ- ইন্টারনেট । 
 

তারিখ১৮//২১ 

ঠিকানা  - ৫৫৩ পি মজুমদার রোড , কলকাতা ৭৮

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.