অণুগল্প।। বিনু ।। উষা দত্ত ।। কথাকাহিনি ২৬; ১লা এপ্রিল ২০২১;
অষ্টমীস্নানের তিথি। বিনুর আনন্দ ধরে না। কল্পনায় ভাসে। বার বার গুনে দেখে কত প্রণামি পেলো। বাবা,কাকারা বড় যারা সবাইকে টুক করে প্রণাম করেই বলে প্রণামি দাও।
আগে রেওয়াজ ছিল। এখনো কিছু আছে। পূজো,ইদ অষ্টমীস্নান এলে ছোটরা আনন্দ করে । তা নিয়েই আকাশ কুসুম কল্পনা।
বিনু তার জন্য লাল কাচের চুড়ি কিনবে,ছোট্ট ভাইয়ের জন্য বাঁশি কিনবে, মা কে কেউ টাকা দেয় না, মা'র জন্য চুড়ি, টিপ আলতা কিনবে।
বিনুদের বাড়ি অজপাড়া গায়ে। বাড়ি থেকে পাঁচ মাইল দূরে ব্রহ্মপুত্র নদ। ওখানে এ পাড়েই ভক্তরা স্নান করে। বড় মেলা হয়। অনেক গরীব মানুষ দুটো লাভের আশায় কত কি নিয়ে বসে।
মানুষ লাইন ধরে হেঁটে যায়। বিনুর খুব ভালো লাগে। তার মন বলে সবাই যেভাবে যায় সেও যাবে তাদের মতো হেঁটে।
মানুষ আসছে, যাচ্ছে। যারা চলে গেছে, তারা আগেই ফিরে যাচ্ছে। বিনুর মন খারাপ হয় সবার সাথী হওয়া গেলো না। একটা ছেলে কাঁদতে কাঁদতে আসছে। সমবয়সী। দেখে মনে হলো গরীব। মা বকে যাচ্ছে,সে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেনো? ছেলেটি বলল,ঘুড়িটা ছিড়ে গেছে। বিনু বলল,আরেক
টা কিনে নাও। ছেলেটি বলল,আর টাকা নাই যে। বিনু বলল,এই নাও টাকা ঘুড়ি কিনে নিয়ে যাও। ছেলেটি খুশি হয়ে এক দৌড়ে ঘুড়ির দোকানে গেলো।
বিনুর মন অদ্ভুত এক আনন্দে ভরে গেলো।
--------------
ছবিঋণ- ইন্টারনেট ।
ময়মনসিংহ