বিজ্ঞপ্তি
লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫
নভেম্বর ২১, ২০২৪
-নাও , একটু পায়েস খাও দেখি ।
অনিতা অবাক। - আবার এই বয়সে !
মিতা হেসে বলে – বয়সের কী ? যবে থেকে নারীনিকেতনে এসেছো...
জানি , নারীদিবস হল আমাদের অনিতা কাকির জন্মদিন ।
হতাশ অনিতা বলে – আর নারী , –তার আবার দিবস ? আমাদের সবথেকে বড় লাঞ্ছনা কী জানিস ? মা হওয়া । এখনও মেয়ে জন্মালে নানান হাহুতাশ আর মন ভোলানো কথা । ছেলে হলে কত আশা , কত স্বপ্ন--
- ছাড়ো ওসব কথা ।
-জানিস্ আমার বুবানের জন্মদিনে পায়েস ছিল প্রিয় । বিয়ে করলো । পাল্টে গেলো । বৌমা এমনই পায়েসের বাটিটা একদিন ছুঁড়ে ফেলে চেঁচায় – জানেন না দুধে ওর অ্যালার্জী । তারপরেই আমি একা । ওরা সংসারে ।
চোখের জল মুছিয়ে একটু পায়েস অনিতার মুখে দেয় মিতা ।
ছবিঋণ- ইন্টারনেট ।
সৌমিক ঘোষ
৬৭/জি; জি.টি.রোড (পশ্চিম)
শ্রীরামপুর - ৭১২ ২০৩
জেলা - হুগলী
আলাপন - ৮১০০১৭৪৩৬০
ইমেইল - soumikghosh57@gmail.com