বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। তোরা ভালো থাকিস ।। মোয়াল্লেম নাইয়া




 
   কলেজ পড়ুয়া মেয়ে ভিড় বাসে বয়স্ক বাবাকে নিয়ে ফিরছে, একেবারে চিড়ে চ্যাপ্টা অবস্থা! হয়তো এমন কচি মেয়েকে দেখলে কারো কারো মধ্যে ভিতরের পশুত্বটা হঠাৎই জেগে ওঠে।তাই ভিড়টা যেন ওকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে বেশি ৷ পিছন থেকে এসব দেখে খুব খারাপ লাগছিল, একটু হেঁকে বল্লাম-'দাদা সাইড দিন না ওনারা এখানেই আসবেন'। সঙ্গে সঙ্গে টিপ্পনি- 'ও,মেয়ে দেখলে বুঝি দরদ উৎলে ওঠে!'বুঝলাম এদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। হঠাৎ নিজের বোনের নাম ধরেই ওকে ডাকলাম--'কীরে মিলি, বাবাকে নিয়ে তোর এত দেরি হল কেন? 'মেয়েটি সামলে নিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিল--'আর বলিস না দাদা! --ডাক্তার দেখেই বলল, এটা পরীক্ষা ওটা পরীক্ষা; সব করতে গিয়েই তো এত দেরি!'ভিড়টা কেমন থতমত খেয়ে জায়গা করে দিল। আমি সিট থেকে উঠে ভদ্র লোককে পরম যত্নে আমার সিটে বসিয়ে দিলাম। সব কিছু এত দ্রুত ঘটে গেল যে, ভদ্র লোক নিজেই প্রশ্ন করতে ভুলে গেলেন। বরংপরম নিশ্চিন্তে ক্লান্ত শরীরটা সিটে এলিয়ে দিয়ে আরামে চোখ বুজলেন। কয়েক টা স্টপেজ পরে আমাকে নামতে হবে,তাই মেয়েটিকে বললাম -- ' মিলি আমার ফিরতে রাত হবে মাকে বলিস অফিসের কাজে দাদা নিমতায় নেমে গেছে।'একথা বলেই একটু এগোতে যাব-- হঠাৎ হাতটায় একটা ছোট্ট আদুরে চাপ অনুভব করলাম ৷ ওর মুখের দিকে তাকিয়ে দেখি--- একরাশ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ শীতের শিশিরের মত টুপ টুপ্ করে ঝরে পড়ছে। একটু মৃদু হেসে মনে মনে বল্লাম---"তোরা ভালো থাকিস"
#############################
 

মোয়াল্লেম নাইয়া
গ্রাম+পোষ্ট- ইমামদ্দীপুর
জেলা- দক্ষিণ২৪ পরগণা
পিন-৭৪৩৩৯৯
ফোন নং-৯৯৩৩১৯৫৭৫২

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.