Click the image to explore all Offers

গল্প।। নববর্ষ ।। অঙ্কিতা পাল


  নববর্ষ 


 

 অঙ্কিতা পাল

   সবিতা ভোরের ট্রেনে গিয়ে শহরে লোকের বাড়ি বাড়ি কাজ করে। বাড়িতে শাশুড়ি ও স্বামী অসুস্থ, মেয়ে রাখি খুবই ছোট তাই তাকে নিয়েই কাজে যেতে হয় সবিতাকে।সবিতা যে বাড়িতে কাজ করে সেই বাড়ির বাবু ব্যাংকে কাজ করেন ও বৌদি স্কুলে পড়ান। তাই তারাও ভরসা করে তাদের আদরের মেয়ে আখি কে সবিতার কাছে রেখে চলে যায়। আখি ও রাখি একসাথে সারাদিন খেলা করে, দুজনেই যেন একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে।
  আজ নববর্ষ , তাই আখির বাবা-মা আখিকে নতুন পোশাক কিনে দিয়েছে কিন্তু রাখির জন্য কিছুই কেনা হয়নি সেজন্য সকাল থেকেই তাঁর মন খুব খারাপ। সেজন্য ছোটো অবুঝ রাখি তার মায়ের কাছে বারবার জামা কেনার জন্য বায়না করতে থাকে - আমার জামা চাই নতুন জামা চাই। মেয়ের এহেন আবদারে সবিতা চুপ করে থাকে, শুধু মেয়ের বায়না - এটা চাই সেটা চাই। রাখি বারবার তার মাকে জামার জন্য বিরক্ত করতে থাকে। সবিতার এই ভেবে কষ্ট হয় যে - তার নুন আনতে পান্তা ফুরায়, এখন মেয়ের আবদার মেটাতে ঘরে চাল, ডাল, তেল ও স্বামী শাশুড়ির চিকিৎসার পয়সা আসবে কি করে। তাই মেয়ের বারবার আবদারের সত্বেও সে চুপ করে থাকে। রাখি বারবার মাকে অনুরোধ করার পরেও যখন ফল হলো না, তখন সে চিৎকার করে কাঁদতে থাকে - জামা দাও, নতুন জামা দাও। সমিরা তখন রেগে খিটকিট করে বলে - মর গে যা শয়তান, বলেই সে রাখি কে মারধর শুরু করে। রাখি কাঁদতে কাঁদতে আখিদের বাড়ির মেঝের একধারে শুয়ে পড়ে, আখি তখন জিজ্ঞেস করে - কি হয়েছে রে আর রাখি? রাখি ফোঁপাতে ফোঁপাতে বলে - মা মেরেছে,  নতুন জামা কিনে দেয়নি।  
তৎক্ষণাৎ আখি মায়ের কাছে চলে যায়, তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে - মা মা জানো তো সবিতা মাসি রাখিকে খুব মেরেছে, নতুন জামা কিনে দেয়নি। সে তার মার কাছে অনুরোধ করে বলে - মা, রাখিকে একটা নতুন জামা কিনে দিও প্লিজ । আখির মা নয়নিকা চিৎকার করে - সবিতা এই সবিতা, সবিতা রে। সবিতা তড়িঘড়ি ছুটে আসে  - কি হয়েছে বৌদি? নয়নিকা রেগে গিয়ে বলে  - আজ নববর্ষের দিনে মেয়েটার গায়ে হাত তুললে, কেন গো? আমাকে কি একটা বার বলা যেত না, তোমার মেয়ে কি আমার মেয়ে নয়। সবিতা আমতা আমতা করতে থাকে, নয়নিকা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর রাখীকে কোলে তুলে নিয়ে নিজে গাড়ি চালিয়ে বড়ো দোকানের সবচেয়ে দামি জামা কিনে দেয়। রাখি নতুন জামা পেয়ে খুব খুশি হয়। আখিও রাখি দুজনে নতুন জামা পড়ে একটা সুন্দর ছবি তোলে। সবিতা হাতজোড় করে নয়নিকাকে বলে  - বৌদি, তুমি মানুষ না দেবতা।

 ছবি ঋণ- ইন্টারনেট ।

-----------------------

 
 অঙ্কিতা পাল 
কালিকাপুর, ভাঙ্গড় 
দক্ষিণ ২৪ পরগনা।

 


Sent from my Samsung Galaxy smartphone.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.