Click the image to explore all Offers

অণুগল্প ।। অপেক্ষা ।। সৌমিক ঘোষ


অপেক্ষা

  সৌমিক ঘোষ



 হঠাৎই ঝম ঝমিয়ে বৃষ্টি এল । চায়ের কাপে সাদা ধোঁয়ার আড়ালে যেন জিয়ার লাবণ্যভরা মুখ ।
অঝোর বৃষ্টির মাঝে কানে বাজে আলাপনের কত মায়াবী ঝঙ্কার । এমনই ভিজে সময়ে , রহস্যময় অনাঘ্রাত সান্নিধ্যে দুজনের মাঝে ব্যবঘানটা হারিয়ে গিয়েছিল । অবিন্যস্ত চুলে মুক্তোর মত বৃষ্টির 
জল উষ্ণ প্রেমের ছোঁয়ায় শরীরের মাঝে লীন । অপলকে দেখি ;- মেঘ গর্জন , বিদ্যুৎ চমক আর 
দমকা হাওয়ার টালমাটালে ;- আজ কাগজের নৌকা ডুবে গেলো । জলের চাদরে চারিদিক ঝাপসা । এইরকম বৃষ্টিতেই মেঘের খোঁজে বেড়িয়ে , কালিম্পং থেকে নয়াবাজারের পথে , অতল গিরিখাতের নিকষ কালো অন্ধকারে ,- জিয়ার দেহবল্লরী , হয়তো প্রথম ভালোবাসার স্মৃতিতে , এখনও 
অপেক্ষায় । আমার একান্তের ক্যানভাসটা আজও বিবর্ণ ।

---------------------------------------------------------- 

 

 
 সৌমিক ঘোষ

৬৭/জি ; জি.টি.রোড (পশ্চিম)
শ্রীরামপুর - ৭১২ ২০৩ , হুগলী .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.