ছবিঋণ- ইন্টারনেট মা গন্ধ
তীর্থঙ্কর সুমিত
ও মা । মা। শোনো না,আমার খুব ভয় করছে। চারিদিকে মিশমিশে অন্ধকার।ধুপধাপ আওয়াজ।তুমি কোথায় মা?
আমার ঘুম আসছে না।ভয়েতে গলা শুকিয়ে যাচ্ছে।বাবা কবে আসবে মা?
তুমি কোথায়?তুমি শুনতে পাচ্ছো না।ও বাবাগো কি ভীষন ডাক । মেঘগুড়গুড় মেঘগুড়গুড়।
" মা যে তোর অভাগী
জনমকালেই দিল ফাঁকি। "
আমি তো তোমায় দেখিনি মা ।তবু কেনো তুমি দেখা দিয়ে চলে যাচ্ছো মনে।তুমি কি তোমার বাপনের কান্না শুনতে পাচ্ছোনা। আমার কেউ নেই মা।কেউ নেই।ভয়েতে কারোর গলা জড়িয়ে ধরতে
পারিনা।মামাও আর আগের মত ভালবাসেনা। মামি ও মারে।
মা, বাবা কবে আসবে? বাবা ও কি তোমার মত লুকোচুরি খেলছে?কিন্তু,কোনোদিন তো দেখা দেয় না তোমার মত।বাবা খুব পচা ,বাজে।সবার বাবারা কত ভালবাসে।কত রকম জিনিস কিনে দেয়,কত জায়গা ঘুরতে নিয়ে যায়।
" বাবা যে তোর সংসারী
নতুন মায়ের দরকার ই।"
সেই মা তোকে ভালোবাসবে না বাপন।কবে বাবা আসবে?
মামা বলেছে বাবা নাকি আমার জন্য অনেক খেলনা আনতে গেছে। অনেক দেশঘুরে ,অনেক রখম খেলনা। তুমি কবে আসবে মা? তোমাকে একবার জড়িয়ে ধরবো। মা গন্ধ নেবো।
বন্ধুরা বলে মা গন্ধ নাকি খুব মিষ্টি।
------------------------------
তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু ব্রাহ্মণ পাড়া
হুগলী ৭১২১৩৯
মো ৯৭৪৮০৫২২২০