গল্প।। মহামারী করোনা ।। অঙ্কিতা পাল
ছবিঋণ- ইন্টারনেট
" এক ভয়ঙ্কর মহামারী কোভিড- ১৯ আমাদের পৃথিবী কে গ্রাস করে ফেলেছে, যার ফলে মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। জানিনা এই মহামারী কবে নিশ্চিহ্ন হবে পৃথিবী থেকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। এই মহামারীর জন্য আমরা আজ গৃহবন্দী হয়ে রয়েছি, ব্যবহার করতে হচ্ছে মাক্স এবং স্যানিটাইজার। "
পলাশতলি একটি ছোট্ট গ্রাম, সেই গ্রামে থাকে মদন ও মদন এর বউ। আজ সন্ধ্যে থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবহাওয়া টা ঠান্ডা ও প্যাচপ্যাচে জলবায়ু। মদনের বউ তাদের মাটির ঘরের এক পাশে উনুনে সবে হাঁড়িতে ভাত বসিয়েছি তখনি তক্তপোশের শুয়ে থাকা মদন খকখক করে কাঁশছে। খুব জোরে জোরে এমন ভাবে কাশছে যেন এক্ষুনি তার দম বন্ধ হয়ে যাবে। মদনের বউ তখন বলে ওঠে - কি হয়েছে গো, একটু জল খাবে? মদন কাশতে কাশতে বলে - ও বউ কিছু না। বুকটা যেন কেমন ধরফর করে আর মাথাটা টিপটিপ করতে থাকে। মদনের বউ বলে - ও আচ্ছা। সে আবার উনুনে জ্বাল দিতে থাকে মদন আবার খকখক করে কাশতে থাকে। মদনের বউ কোনরকম হারি উপুর দিয়ে উঠে এসে বলে - এ কি জ্বরে যে গা হাত পুড়ে যায়। মদনের বউ তার স্বামীর এরকম জ্বর ও কাশি দেখে খুব ভয় পেয়ে গিয়ে আশে পাশের বাড়ির লোকজনকে ডাকতে থাকে। হাঁক দেয় - কেউ আছো, কেউ আছো? কেউ উত্তর না করে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর পাশের বাড়ির জানালা থেকে মুখে মাক্স দিয়ে কমল উত্তর দেয় - ও বুড়ি বাড়ি যাও। শুনে তো মনে হচ্ছে মদন বুড়োর করোনা হয়েছে, যাও গে মরো গে পথ দেখো। অমনি মদনের বউ তড়িঘড়ি করে কাঁদতে কাঁদতে বাড়ি এসে মাটিতে বসে পড়ে, তার কিছুক্ষণ পর দু চোখ ভরা জল নিয়ে সে বলে - কিগো ভাত খাবে না। অপর দিক থেকে আর কোনো উত্তর এলো না, শ্বেত অমনি চমকে উঠে মদন এর কাছে ছুটে এলো, গায়ে হাত দিয়ে দেখলো মদনের শীতল পাথরের মতন শরীরটা পড়ে আছে তাতে কোন প্রাণ নেই।
মদনের বউ চিৎকার করে কাঁদতে থাকে, হা ঈশ্বর আমার কি সর্বনাশ হলো। কিন্তু কোন জনমানব এগিয়ে এলো না। রাত কেটে ভোর হয়ে গেলো, অনেক ডাকাডাকির পরেও কেউ ঘর থেকে বেড়লো না। নিরুপায় হয়ে তাদের উঠোনে দাঁড়িয়ে থাকা রিক্সায় মদনের মৃত শরীর টা তুলে নিয়ে তার বউ শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো। গরীব রিকশাওয়ালার মৃত্যুতে কেউ চোখের জল ফেললো না বরং তারা নাক মুখ ঢেকে হাসাহাসি করতে লাগলো। বুকে পাথর চাপা দিয়ে মদনের বউ শ্মশানে পৌঁছায়, সেখানকার লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং এবং ব্যঙ্গ করে আর হো হো করে হাসতে হাসতে বলে - করোনা রোগীর এখানে কোন স্থান নেই। যা মর গে যা। শালী এখানে রোগ ছড়াতে এসেছে। মদনের বউ সহ্য করতে না পেরে মদনের মৃত শরীরটা নদীতে ভাসিয়ে দেয় এবং বাড়ি ফিরে এসে নিজেও আত্মঘাতী হয়।