ছবিঋণ- ইন্টারনেট
একটি হাত
শেখ রমজান আলী
সন্ধ্যা সাতটার সময় অফিসের কাজ শেষ করে,কোর্টটা গায়ে দিয়ে অফিস থেকে বেরোলো মনিকান্ত।একই ভরা পৌষমাসের শীত তারপর সন্ধ্যায় একপশলা বৃষ্টি কোনো রকমে কাঁপতে কাঁপতে সেন্ট্রাল এভিনিউ থেকে সাড়ে সাতটায় সময় হাওড়া স্টেশনে পৌছালো সে। আটটা দশে আরামবাগ লোকাল ট্রেন।
প্রতি সপ্তাহ শনিবারে এই সময়ই সে আরামবাগের গ্রামের বাড়িতে আসে,রবিবার বাড়িতে থেকে সোমবার অফিসে আবার রওনা দেয়।
স্টেশনে পৌঁছে মনিকান্ত দেখে ট্রেন আসতে এখনো চল্লিশ মিনিট দেরি,কি আর করা বাধ্য হয়েই প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকলো মনিকান্ত।হঠাৎ পিছন থেকে একটা হাত তাঁর পিঠে পড়তেই চমকে উঠলো মনিকান্ত।হকচকিয়ে গেল সে,তারপর উঠে দাঁড়িয়ে দেখলো,এক পঁচাত্তর-আশি বছরের বৃদ্ধা,তার মুখ হাত শুকনো,শরীরের চামড়া শুকিয়ে হাঁড়ে অবশিষ্ট,পরনে আধ ছেঁড়া ময়লা কাপড় উস্কো খুস্কো পাকা চুল,চোখের দু'কোণে পিচড়ি জমা।
নিজেকে সামলে নিয়েই,একটু বিরক্ত হয়েই মনিকান্ত বললো,কে আপনি? বৃদ্ধা একবার মনিকান্তর মুখের দিকে তাকিয়ে,তারপর মাথাটা নিচু করে নিলো,কিছু বললো না।
মনিকান্ত রেগে গিয়ে কড়া মেজাজে ধমক দিয়ে বললো,আপনার ভিক্ষা দরকার সেটা তো আপনি আমার সামনে এসে বলতে পারেন,এইভাবে আচমকা পিঠের উপর হাত রাখার কি দরকার।বৃদ্ধা মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলো মনিকান্তর কোনো কথার উত্তর দিলো না সে।
এরইমধ্যে আটটা দশের ট্রেন ঢুকলো। তারপর মনিকান্ত পকেট থেকে কিছু টাকা বের করে বৃদ্ধাকে বললো,নিন টাকাটা ধরুন,বৃদ্ধা টাকাটা নিলো না।এইবার বিরক্ত হয়েই মনিকান্ত বললো,ধ্যাৎ যত্তসব,তারপর টাকাটা পকেটে রেখেই ছুটলো ট্রেনের দিকে,ট্রেন ছেড়ে দিলো,কিছু দূর যাবার পর পকেটে হাত দিয়েই মনিকান্ত চমকে উঠলো তার মানি ব্যাগ নেই।তিন হাজার টাকা ছিল তার মানি ব্যাগে।মনিকান্ত ভাবলো ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়েই মানি ব্যাগটা পড়ে গেছে হয়তো।
মন খারাপ নিয়েই বাড়ি পৌঁছালো মনিকান্ত।সোমবারে অফিসেও গেল সে সারা সপ্তাহ অফিসের কাজের ব্যস্ততায় মানিব্যাগের কথা ভুলেই গেল মনিকান্ত,পরের সপ্তাহে শনিবার বাড়ি আসবে বলে আটটা দশের ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে আছে মনিকান্ত।
এমন সময় একটা হাত পিঠে পড়তেই চমকে উঠলো,পিছন ফিরে তাকিয়ে দেখে সেই বুড়িটা এইবার আরো রেগে গিয়ে মনিকান্ত কিছু বলতে যাবে,এমন সময় বৃদ্ধা একটা কালো মানিব্যাগ বের করলো,,তারপর সেটা মনিকান্তকে দিয়ে কাঁপা কাঁপা গলায় বললো,এটা আপনার গত সপ্তাহে আপনি ট্রেনে ওঠার সময় পড়ে গিয়েছিল।আমি যত্ন করে তুলে রেখেছিলাম,আপনাকে ফেরত দেব বলে,
অবাক হলো মনিকান্ত তাঁর রাগ,তাঁর মেজাজ মুহূর্তের মধ্যে ঠান্ডা বরফ হয়ে গেল। আর একটি কথাও বলতে পারল না সে ছলছল চোখে সে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো বৃদ্ধার দিকে,তারপর মানিব্যাগে দেখলো তিন হাজার টাকায় আছে,আশ্চর্য্য হলো মনিকান্ত।তারপর,মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়ে বৃদ্ধাকে দিতে গেল,বৃদ্ধা বললো বাবা আমি ভিখারি নয়,তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বললো,তিন মাস আগে আমার ছেলে আমাকে এখানে রেখে কোথায় চলে গেছে আর ফিরে আসেনি,সেই থেকে আমি আমার ছেলেকে খুঁজছি।
আমি ভিখারি নয় বাবা,,,,আমি ভিখারি নয়,,,,বলতে বলতে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলন বৃদ্ধা।
চোখ ছলছল করে উঠলো মনিকান্তর মাথা নিচু করে প্ল্যাটফর্মের এক কোণে বসে রইল,আজ নিজের কাছে ছোট হয়ে গেছে সে।গত শনিবারের ঘটনা তার অন্তরাত্মাকে কুরে কুরে খাচ্ছে।এমন সময় আটটা দশের ট্রেন এসে পৌঁছালো স্টেশনে,ধীর পায়ে ট্রেনে গিয়ে বসলো মনিকান্ত।
,,,,,,,,,,,,,,,সমাপ্ত,,,,,,,