বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প।। বউমা ।। অঞ্জনা দেব রায়


ছবিঋণ- ইন্টারনেট


বউমা

 

 অঞ্জনা দেব রায় 


    অলোকবাবু
  তাঁর স্ত্রী  বীণাদেবী তাঁদেরএক ছেলে    চার মেয়ে নিয়ে বেশ শান্তিতেই  থাকেন    পাটনাতে 

 নিজেদের বাড়ি  অলোক বাবু  বীণাদেবি দুজনেই স্কুল শিক্ষক ছিলেন  ছেলে  মেয়েদের ঠিকমতো লেখাপড়া 

 শিখিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন   ছেলে একটা কোম্পানির  ইঞ্জিনিয়ার  মেয়েরা স্কুলের শিক্ষিকা   আস্তে আস্তে 

 এক এক করে মেয়েদের  ছেলের বিয়ে দিয়ে দিলেন অলোকবাবু  মেয়েদের বেশ ভাল ঘরে বিয়ে দিয়েছিলেন 

 ফলে মেয়েরা সবাই  যার যার সংসারে সুখেই ছিল   ছেলেরও ভাল ঘরেই বিয়ে হয়েছে তবে বউমা ছেলের থেকে

  অনেকটা প্রায় পনেরো বছরের ছোট  কিন্ত শ্বশুর বাড়িতে  নতুন পরিবেশেএসে বেশ সবার সাথে মানিয়ে গুছিয়ে 

 নিয়েছে  একমাত্র ছেলের বউ বলে অলোকবাবু  বীণাদেবী  নাম ধরে না ডেকে  বউমা বলে ডাকেন   আর

  ননদরা সবাই দাদার বউকে বউমনি বলে ডাকে  অরিত্রের বউ অলি খুব খুশি হয়ে সবাইকে নিজের করে 

 ভালবাসে   

অলোকবাবু ছিলেন  খুব সরল  ভাল মনের মানুষ   বউমাকে নিজের মেয়ের মতই ভালবাসেন  কিন্তু  অলি কোন

  কাজ ঠিক মতো করলেও সেই কাজের খুঁত ধরে  বীণাদেবী  অলির বাপের বাড়ি নিয়ে উল্টো পাল্টা কথা বলতে

  থাকেন  আর অলি তখন মন খারাপ করে কাঁদতে থাকে   অরিত্র  সব কিছু শুনেও চুপচাপ  থাকত   ফলে  

অলির আরবেশি দুঃখ হত  অথচ অরিত্রের অনেক সমস্যা থাকা সত্ত্বেও অলি কিন্তু সবকিছু মেনে নিয়ে ভালবেসে  

সবকাজে অরিত্রের পাশে থাকত  বীণা দেবী  অলোক বাবুর কোন কথাই পাত্তা না দিয়ে নিজের মতকেই গুরুত্ব 

 দিয়ে ঘরে বউমার সাথে কিছু না কিছু অশান্তি করে থাকত 

 বীনাদেবীর ব্যবহার দেখে অলি মনে মনে বলতে লাগল " আসলে বীণাদেবী ছেলের সাথে বউমার মিলমিশ সহ্য 

 করতে পারে না  এইরকম 'মাসমাজের অনেক ঘরেই  আছে  যারা বউমাকে নিজের মেয়ের মতো মনে না করে 

 পরের বাড়ির মেয়ে বলে মনে করে বাজে ব্যবহার  করে থাকেন  কিন্তু শাশুড়িরাও যে পরের বাড়ির মেয়ে সেটা 

 মনে রাখেন না  আসলে মেয়েরা মেয়েদের শত্রু,  এটাই  সত্যি কথা   যখন মেয়েরা মেয়েদের পাশে দাঁড়াবে তখন 

 আমাদের সমাজ আর উন্নত হবে "

 যাইহোক বিয়ের দুবছর বাদে অলির কোল জুড়ে কন্যাসন্তান  আসল  শ্বশুর বাড়ি  বাপের বাড়ির সবাই খুশি হল 

 কিন্তু একমাত্র বীণাদেবী শিক্ষিত হয়েও ছেলে হয়নি বলে অলিকে দুঃখজনক কথা শোনাল  অলি চুপচাপ থেকে  

লুকিয়ে লুকিয়ে কেঁদে হালকা হয়ে নেয়  মেয়ের যখন দুবছর বয়স হল তখন অলির শ্বশুরমশাই মানে অলোকবাবু 

 মারা গেলেন  অলির খুব কষ্ট হয়েছিল অলোকবাবুর জন্য

অলোকবাবু মারা যাওয়ার  একবছর বাদেই বীনাদেবী আবার অলির সাথে অশান্তি শুরু করলেন  অরিত্র তখন 

 মাকে বললেন " মা অশান্তি না করে ভালভাবে থাকো  দেখবে সবাই ভাল থাকবে বীনাদেবী তখন ছেলেকেও  

উল্টোপাল্টা কথা বলল আর পরের দিন সকালে উঠে রাগ করে বড় মেয়ের কাছে চলে গেলেন   অরিত্র  অলি

  মানা  করা সত্ত্বেও বীনাদেবী যখন চলে গেলেন তখন দুজনেরিই খুব মন খারাপ হয়েছিল তবে অরিত্র অলিকে

  বলল যে " মা কিছুদিন দিদির কাছে থাকলে মার ভাল লাগবে  আর দেখবে ভাল হয়ে যাবে , যখন এখানে ফিরে 

 আসবে মা কোনো অশান্তি করবে না অলি কিছু না বলে রান্না ঘরে চলে গেল 

অরিত্র অফিস থেকে ঘরে ফিরে  ফোন করে মার সাথে কথা বলেনিল  অলি রাতের খাবার  টেবিলেনিয়ে আসলো 

  এবং তিনজনে খেয়ে শুয়ে পড়ল   অলি তাঁর  সংসারে  সুখে শান্তিতে দিন কাটাতে লাগল  বীণাদেবী যাওয়ার পর 

 থেকে অলি ফোন করলেও অলির সাথে উনি  কথা বলতেন না  ফলে অলি মনে মনে কষ্ট পেত  যাইহোক 

 এইভাবে একবছর কেটে গেল  অলি অরিত্র   মেয়ে  টিনাকে নিয়ে ভালোই ছিল  কিন্তু হঠাৎ একদিন রাতে   

বীনাদেবী   অলিকে  ফোন করে  অলি অবাক  হয়ে যায় এবং শাশুড়ি মাকে জিজ্ঞাসা করল কি হয়েছে ? বীনাদেবী 

 কাঁদতে কাঁদতে অলিকে বলল," বড় মেয়ে আমাকে  রাখতে চাইছে না  আর  অন্য মেয়েরা বলেছে তাঁরাও রাখতে

  পারবে না  বউমা তুমি আমাকে নিয়ে যাও  আমি তোমার  কাছেই থাকব  " অলি অবাক হয়ে মনে মনে ভাবল 

  শাশুড়ি মায়ের কি হয়েছে যে আমার কাছে থাকতে চাইছে , যাইহোক অরিত্রকে অলি সব কথা বলল অরিত্রের  

অফিসের ছুটির দিন দেখে অলি  অরিত্র একসাথে গিয়ে বীনাদেবীকে নিয়ে আসলো  বীনাদেবী  খুব খুশি 

হলেন  ছেলে বউমার কাছে এসে  অরিত্র মাকে বলল " মা তোমার বউমা তোমাকে এত যত্ন করত তবু তুমি  

আমাদের ছেড়ে চলে গিয়েছিলে , কিন্তু মেয়েদের কাছে গিয়ে বুঝলে তো বউমাই তোমাকে  বেশী  যত্ন করে রাখে ,

 তাহলে এবার থেকে বউমাকে নিজের মেয়ের মত ভালোবাসো দেখবে বউমাও তোমাকে ভালবাসবে ও  যত্ন করবে  " আর জানো তো মা ,আমাদের সমাজে সব ' বউমারা ' নিজের বাড়ির লোকেদের ছেড়ে নতুন বাড়ি , নতুন

  পরিবেশে আসে , তাঁদের  শ্বশুর বাড়ির মানুষেরা যদি ভাল ব্যবহার করে  তবেই তো বউমারা  শ্বশুর  বাড়ির সবাইকে ভালবেসে সম্মান করবে   যত্ন নেবে    বীনাদেবী অরিত্রকে বলল  

ঠিক বলেছিস খোকা  আমি আমাকে দিয়েই বুঝেছি  দেখবি আমি আর বউমার সাথে অশান্তি করবো না  

 বউমা আমার কাছে মেয়ে হয়ে  বন্ধু হয়ে থাকবে 

 ------------------------------

ফোন নম্বর - ৯৩৩০৬১৭১২৮ / ৯৪৩২১৬০১০৯ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.