Click the image to explore all Offers

অণুগল্প।।গাছ ।। সোমনাথ বেনিয়া



     ছবি ঋণ-  ইন্টারনেট

 

গাছ

 সোমনাথ বেনিয়া


   জীবন বলতে কী বোঝায় তা বিরজু বোঝে না। সে শুধু জানে দু-চাকার কাঠের ঠেলাগাড়ি ঠেলে মাল এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া। দিনের শেষে কিছু রোজগার। তার থেকে কিছু জমিয়ে দেশে পাঠানো আর এখানে নিজের বেঁচে থাকার জন‍্য কিছু খরচ। তবে সে বোঝে ঠেলাগাড়ি ঠেলা আর নিজেকে ঠেলা একই ব‍্যাপার! এই কাঠখোট্টা জীবনে বেঁচে থাকার আশা আসবে কোথা থেকে। তার কিছু যেন আর ভালো লাগে না। একদিন দুপুরে ঠেলাগাড়িকে ছায়ায় রেখে তার উপর শুয়েছিলো। একপাশ ফিরে নানান কথা ভাবছিলো। হঠাৎ তার দীর্ঘশ্বাস পড়ে আর দুটো পাতা সেই দীর্ঘশ্বাসের হাওয়ায় নড়ে ওঠে। গাড়ি কাঠের পাটাতনের উপর কখন তার অলক্ষ্যে একটি গাছ গজিয়ে উঠে দুটো পাতা দু-দিকে ছড়িয়ে দিব‍্যি দাঁড়িয়ে আছে সে এতদিন খেয়াল করেনি। একদম সবুজ কচিপাতা! ঠিক তার রুক্ষ জীবনে দেশের বাড়িতে থাকা একমাত্র মেয়ের মতো। গাছটা কতদিন বাঁচবে এই কাঠের পাটাতনে! এটা কি জন্মানোর জায়গা? তবু বিরজু হাসে। সেই মায়া জড়ানো হাসি বলতে জীবনকে বোঝায় কিনা বিরজু জানে না। গাছটাও জানে না ...

======================

Address:-
Somnath Benia
148, Sarada Pally By Lane
(Near Sarada Bhavan)
P.O. + P.S. - Nimta
Dist. - North 24 - Parganas
Kolkata - 700 049.
Mob. 8697668875 (Call & Whatsapp)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.