অণুগল্প ।। কাক ও তাল ।। জয়ন্ত চট্টোপাধ্যায়
কাক ও তাল
জয়ন্ত চট্টোপাধ্যায়
বিল্টুকে দেখে গজুর মন খুশিতে ভরে উঠলো কিন্তু মিন্টুকে দেখে দুঃখ,যন্ত্রণা,জ্বালা ও হতাশায় মন বিষিয়ে গেল। খানিকটা সিভিয়ার জন্ডিস রোগীর কাছে কালমেঘ-পেঁপের পাঁচনের মতো। অথচ মিন্টু তার হারানো প্রেম নয়,এমনকী কস্মিনকালেও তাদের দেখা হয়নি। বিধাতা নামে কোনো হাড়বজ্জাতের কারসাজি কি-না তা সে জানে না।খুশি প্রকাশের আপ্রাণ চেষ্টা করেও নিজেকে ব্যর্থ অভিনেতা মনে হল। সহাস্য আলাপচারিতার পর বন্ধুকে পেটভরে নানান সুখাদ্য খাইয়ে ওরা দুটিতে চলে গেল। তারপর কয়েকটা দীর্ঘশ্বাস গজুকে হালকা করলেও তার তিক্ত অনুভূতি কমলো না।ওদের সম্পর্কে হিংসা আসতেই পারে না।তবু মিন্টুর জন্য কেন বুক চিনচিন করছে সে জানে না।আর অসম্ভব একটা লোভ তাকে যেন গিলে নিল। যদি...যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আর বিল্টু...... তবে মিন্টু........ সে আর ভাবতে পারে না। আতঙ্কে শিউরে ওঠে...... যন্ত্রণার ভেতর দিয়ে যেন অন্য উল্লাস উঁকি দেয়।
এরপর আজ দুঃসংবাদটা এলো,বাইক অ্যাক্সিডেন্টে বিল্টু স্পট ডেড এবং প্রবল শোকে মিন্টু ঘনঘন মূর্ছা যাচ্ছে।
উল্লাস নয় প্রচণ্ড রাগ হোলো নিজের উপর তার গোপন বাসনা পূরণ হয়েছে।তবু কান্না পাচ্ছে কেন?ভেবে পায় না গজু।এত তীব্র অপরাধবোধ তার মনে কখনও জাগেনি।নিজের কাছে সে একজন ঘৃণ্য খুনি ছাড়া কিছু নয়।কাকতালীয় শব্দটা তার মনে নেই।
----------------------------------
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com