অণুগল্প।। প্রাণের পুতুল ।। পর্ণা বসু
প্রাণের পুতুল
পর্ণা বসু
দিম্মা" বলে এসে গলা জড়িয়ে আবদার করে মুন,"আজ পুতুলের বিয়ে দেব, ফুল দিয়ে সাজিয়ে , লুচি, আলুর দম, মিষ্টি বানিয়ে দাও, আমি বন্ধু দের নেমন্তন্ন করে আসি"।
দিম্মা বলেন," পাগলি মেয়ে পুতুল মেয়ে তোর প্রিয়, পরের ঘরে পাঠিয়ে দিবি মন খারাপ হয়ে যাবে না?"
মুন বলে ,"বা রে আমি পুরো দিয়ে দেব না কি? সকাল হলেই ফেরৎ নিয়ে আসব না বুঝি?"
দিম্মা হেসে বলেন," আচ্ছা যা বন্ধু দের নেমন্তন্ন করে আয়"।
মুনে র সরল কথাটা যদি বাস্তবে সত্যি হতো। নিয়ম ভেঙে প্রিয় জিনিষ দিয়ে পরের দিন ফিরিয়ে এনে নিজের কাছে রাখা যেতো,যদি নিয়ম মেনে সারা জীবন পর না করে দিতে হতো তার থেকে আনন্দের মা এর আর কিছু হতো না। আর নিতান্তই কপাল খারাপ হয় তবে তো কথাই নেই। মৃত্যু কে বলার উপায় নেই "দেব না"।মা মরা নাতনি র মুখের দিকে চেয়ে ভাবেন কালের নিয়মে ওই চলে আসা নিয়মে ই পরধন মনে করে হারাতে হবে প্রাণের পুতুল কে।।
-------------------------