সায়নী-আসছি আমি।
আজ প্রথমবার দেখা করবে দীপ আর সায়নী| একে অপরের সাথে পরিচয় ফেসবুক থেকে| সেখান নাম্বার আদান প্রদান, বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকেই ওদের প্রেম| কয়েকদিন ধরেই দুজনে দেখা করার পরিকল্পনা করছে, কিন্তু হচ্ছে না| শেষ পর্যন্ত দেখা করার কথা হয়েছে দুজনের বাড়ি থেকে যেটা মিডল পয়েন্ট পড়বে সেখানে| দুজনেরই আসতে সময় লাগবে ২ঘন্টা| ওখানে একটা বড়ো পার্ক আছে ওই পার্কে দেখা করবে| যদিও জায়গাটা সায়নী চেনে না| আজই সেই দিন | দীপ পৌছে গিয়ে ফোন করছে সায়নীকে, সায়নীর স্কুল থেকে ফিরতে লেট হয়ে গেছে আজ| তখনও সায়নী বাড়ি থেকে বের হয়নি| দীপ বারবার ফোন করছে|
দীপ - সত্যি করে বলো তো তুমি এখন কোথায়? দু ঘন্টা হল আমি এসে বসে আছি| এখনো তোমার দেখা নেই|
সায়নী - আর একটু অপেক্ষা করো| আমি আসছি| আসলে বাস মিস করেছি তো| তাই লেট হয়ে গেল|
সায়নী একটা শার্ট কিনল দীপের জন্য| ওইদিকে দীপ ঘন্টার পর ঘন্টা একা একা বসে আছে| চারিদিকে সবাই কাপল্ আর দীপ একা, বেচারা খুব লজ্জাতেও পড়ছে| আবার ফোন করল দীপ|
দীপ - সায়নী কোথায় তুমি
সায়নী - বাসে আছি|
বাস থেকে নেমে সায়নী রিক্সা নিয়ে শেষ পর্যন্ত পৌঁছালো| পার্কের গেটে থেকে ফোন করছে দীপকে|
সায়নী - দীপ দেখো না, আমি তো কখনো এখানে আসিনি| তুমি প্লিজ একটু বাইরে আসবে, নয়তো আমি খুঁজে পাবো না|
দীপ - আমি মোটেও যাব না, তুমি যে ৪ঘন্টা অপেক্ষা করালে তুমি নিজেই খুঁজে খুঁজে চলে এসো এটাই তোমার শাস্তি|
সায়নী - আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ফোন টা কাটবে না| কোনদিকে যাবো তুমি আমায় বলে বলে দেবে|
সায়নী গেটের ভিতর ঢুকলো, দীপ সায়নীকে বলে বলে দিচ্ছে, ইতিমধ্যেই দীপ সায়নীকে অনেকদূর থেকেই দেখতে পেল| দীপ বলল সোজা এসো ওই রাস্তাতেই| তুমি দেখতে পাবে প্রতি ১মিটার দূরে দূরে কাপল বসে আছে| আর ১টা ছেলে তাদের মধ্যে একা বসে আছে ওটাই আমি|
সায়নীর এরকম জায়গা মোটেও পছন্দ করে না| এর আগে কখনো এরকম জায়গা আসেনি| সায়নী দীপের কাছাকাছি পৌঁছালো, দীপের সামনে দাঁড়াতেই লাল গোলাপ হাতে নিয়ে সবার সামনে সায়নীকে প্রোপোজ করল, সায়নী খুব খুশি হল| এদিকে সায়নীকে দেখে দীপের ৪ঘন্টা একা অপেক্ষা করার রাগ গলে জল হয়ে গেল| দু'জনে বসে কথা বলতে লাগল| কিন্তু মনে মনে সায়নীর রাগ হল দীপের উপর, এরকম একাটা জায়গা সিলেক্ট করার জন্য, সায়নী দীপকে বলেও দিল সেটা| ১:৩০ ঘন্টা কথা বলার পর, সায়নী বলল এবার তো উঠতে হবে নয়তো বাড়ি ফিরতে রাত হয়ে যাবে| দীপ সায়নীর জন্য চকোলেট নিয়ে এসছিল এবং সায়নী দীপের জন্য একটা শার্ট, একে অপরকে দিল| দুজনে খুবই খুশি| দুজনের কথা বলা শেষ হলে দীপ সায়নীকে শক্ত করে জড়িয়ে ধরে সায়নীর ঠোঁটে রাখতে যাবে ঠিক তখনই সায়নী নিজেকে জোড় করে ছাড়িয়ে নিল| সায়নী বলল আজ তোমার সাথে প্রথম দেখা আর প্রথম দেখাতেই তুমি আমার সাথে এরকম করছো? সায়নীর খুব খারাপ লাগল আর দীপও নিজের কাছে খুব অপমানিত হল| সায়নী কখনোই দীপের কাছে এমনটা আশা করেনি| দুজনে বাড়ির ফেরার জন্য রেডি হল, দীপ সায়নীকে বাসে তুলে দিল এর মাঝে ওদের মধ্যে আর কোনো কথা হল না| বাড়ি ফিরে গিয়ে সায়নী দীপকে ফোন করল, দীপ ফোন রিসিভ করল না| বারবার ফোন করে তবুও ফোন রিসিভ করে না দীপ| শেষ পর্যন্ত একটা মেসেজ এল দীপের ফোন থেকে "তুমি খুব খারাপ করলে আমার সাথে" | সায়নী মনে মনে ভাবল ভুলটা তো দীপ করেছে, আবার দীপ আমার উপরেই দোষারোপ করছে| সেদিনের পর থেকে দীপ আর সায়নীর মধ্যে আর কোনো যোগাযোগ হল না| প্রথম দেখাটাই প্রেমের শেষ দিন হয়ে গেল|
ভালোবাসতে হলে প্রথমে মন ছুঁতে হয়, শরীর ছুঁলেই যদি ভালোবাসা হত তাহলে ভালোবাসার প্রতীক লাল গোলাপ নয় পতিতালয় হত।
---------------------------------
নাম - সরিফা খাতুন।
পূর্ব বর্ধমান