অণুগল্প।। বিস্কুট।। সুদর্শন মণ্ডল
বিস্কুট
সুদর্শন মণ্ডল
গল্প কি , কেনই বা গল্প পড়ি তা আমি বুঝতে পারি না । তবে গল্পের সাথে বিস্কুটের একটা সম্পর্ক খুঁজে পেয়েছি আমি। গল্প আমার কাছে অনেকটা বিস্কুটের মতো মনে হয় । আপনারা বলবেন এ কেমন কথা । তা হলে বলি , বাজারে অনেক ধরনের বিস্কুট পাওয়া যায় । তার স্বাদও নানা ধরনের । আবার একই স্বাদের বিভিন্ন কোম্পানির বিস্কুট আছে । তা আমার এমন মনে হল কেন ? তাহলে বলি ।
সেবার আমি পূজার নতুন পোশাক দিতে ছোট পিশেমশায়ের বাড়ি গেছিলাম । পিসিমা আমায় চা – বিস্কুট দিলেন। নোনতা বিস্কুট খাচ্ছি আর মনে মনে ভাবছি , কোথায় যেন খেয়েছি, এই বিস্কুটটা । মনে পড়ে গেল বড় পিশেমশায়ের বাড়ি। অবশ্য ওই বিস্কুটটা বেশি নোনতা ছিল । এই বিস্কুটটা কম নোনতা। ছোট পিশেমশাইকে বলেই ফেললাম কথাটা ।
- " এই ধরনের বিস্কুট আমি আগেও খেয়েছি ।"
বলার পরে ভাবলাম , বিস্কুট এক হলেও এই বিস্কুটটার স্বাদ আলাদা ।
পিশেমশাই আমার মাথায় একটা গাঁট্টা মেরে বলল ,
-" আরে বোকা এই বিস্কুটের কোম্পানি দেশে কি একটা আছে ? তোকে অত ভাবতে কে বলেছে শুনি । তুই বিস্কুট খাছিস খা না । মনের মধ্যে এত ভাবনা রাখলে শেষে বিস্কুটের স্বাদই তো পাবি না । এই যে পূজা আসছে। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে প্রতিমা দেখবি । তা ওই প্রতিমা কি একজন শিল্পীই তৈরি করেছেন ? করেন নি তো । ভাল করে খেয়াল করলে দেখতে পাবি প্রতেকটা প্রতিমার আলাদা শিল্প বৈশিষ্ট্য আছে । অবশ্য সে দৃষ্টি ভঙ্গি যদি তোর মধ্যে থাকে । "
এতক্ষণ চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে কথা গুলো শুনছিলাম । পিশেমশায়ের কথা শেষ হলে মাথা নিচু করে বিস্কুট খেতে গিয়ে দেখি ,টুপ করে চায়ের মধ্যে পড়ে গেল বিস্কুটটা ।
-----------------------------------------------
সুদর্শন মণ্ডল
মদনপুর, নদিয়া
ফোন- ৮২৯৩১৯৫১৭৭