Click the image to explore all Offers

অণুগল্প।। মহড়া।। পলাশ দাস

 

মহড়া

 পলাশ দাস



- 'রাত্রির শরীরে গভীর আকর্ষণ আছে। হাতছানি। আমাকে ঘিরছে, বাধছে, পিষে-'     না! হচ্ছে না জ্যোতির্ময়। আমি পারছি না!
-কেন,ভালো হচ্ছিল। আপনার ভয়েস,প্লেসিং ঠিক আছে। 
-তুমি বলবে জানি।সান্ত্বনা দিচ্ছ? 
-একেবারেই না।
-আমি জানি হচ্ছে না।আর পারব না! ছুটি দাও। 
-আপনাকে ছাড়া - 
-হবে,হবে।কোথায় শুরু করেছিলাম আজ দেখতে পাই না। সব দুমড়ে গ্যাছে। 
-কিন্তু,অজিত দা আপনাকে করতেই হবে। 
-এসব জোর করে হয় না। 
-তবুও বলব,হবে।আপনার সব ঠিক হচ্ছে। 

- বাবা,বাবা,ওষুধ।
হাঁটুর মধ্যে লুকিয়ে রাখা মাথা তুলছে অজিত। খুব ধীরে। মুখে রাত্রির সহবাস। চোখ জুড়ে শ্রাবণ।  
---------------------------------------
                                                                     

                          
 
 
পলাশ দাস
c/o-প্রদ্যুৎ দাস
ঋষি অরবিন্দ সরণি , 
সরকার বাগান
উত্তর পূর্ব -ন পাড়া 
পোস্ট -ন-পাড়া 
থানা -বারাসত 
জেলা -উত্তর 24 পরগনা 
কলকাতা -700125।

                         -------------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.