Click the image to explore all Offers

অণুগল্প।। গৃহিণীর শখ ।। রাজেশ্বরী শর্মা

 


 

প্রতীম বাবু আজও লক্ষ্য করলেন, গিন্নীর পাতে আজও মিষ্টি নেই। গিন্নীর তো মিষ্টি খুব প্রিয়, গিন্নীর সুগারও নেই, তবে এভাবে প্রতিদিন পাতে মিষ্টি দেখতে না পেয়ে তিনি খুব চিন্তিত।
ব্যাপারখানা হজম করতে গিন্নীর কাছে জানতে হবে। পরের দিন সকালে গোলাপি রংয়ের সেই পাঁচশত টাকার শাড়িটা  পরা গিন্নীকে দেখে বলে উঠলেন- "গিন্নী এই শাড়িটা কোথায় পেলে ?" 
গিন্নী নতুন শাড়ি পরে হনহনিয়ে যেতে যেতে বলল - "সেদিন তুমি বলেছিলে নিজের শখ নিজে পূরণ করতে হয়। তাই একমাস মিষ্টির টাকা জমিয়ে এই পছন্দের শাড়িটি কিনলুম"।
 গিন্নীর মুখের হাসির মধ্যেও প্রতীম বাবু যন্ত্রনাটা বুঝলেন। এরকম প্রতিটা সংসারে একটা শখের তোলায় আরেকটা শখ গৃহিণীদেরই চাপা পড়ে। 

ছবিঋণ- ইন্টারনেট ।

 
------------------------------ 
 
 Rajeshwari sharma
 Rasulpur , Purba bardhaman

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.