চতুর্ভুজ দাস
রাজপুত্রর সঙ্গে দেখা হলো রাজকুমারীর শিক্ষার মন্দিরে। রাজকুমারের রূপমুগ্ধ রাজকুমারী বলল, কুমার, আমি তোমাকে ভালবাসি...
রাজকুমার বলল, পোড়ামুখী, বাঁদরী মর্কট-নন্দিনী, আমি হলাম রাজপুত্র, তুই কোথাকার কে, আমার সঙ্গে ভালোবাসা!
কুমারী হেসে বলল, কুমার, আমি রূপনগরের রাজকন্যা.... নাম রূপবতী।
রাজপুত্র ব্যগ্র হয়ে বলল, সুন্দরী, চন্দ্রনীভাননী, নিতম্বিনী, সুপয়োধরা, আমি তোমার রূপমুগ্ধ। তুমি আমার প্রাণেশ্বরী হৃদয়েশ্বরী, আমার কাছে এসো প্রিয়ে।
রাজকন্যা হেসে বলল, অঃ, পরিচয়টা আসল, আমি বুঝি কিছু নয়? যার রূপ দেখার মতন নজর নেই সেই অরসিককে আমি বিবাহ করব না। তুমি যেতে পার।
ছবিঋণ- ইন্টারনেট ।
-------------------------------------
চতুর্ভুজ দাস
রঘুদেববাটি
হাওড়া