সম্মান
সৌমেন দেবনাথ
রাত বারোটা বেজে গেছে। কোনো রিক্সা নেই। যদিও একটা রিক্সা পেলাম কিন্তু আমার বাসা অভিমুখে আসবে না নির্জন রাস্তা বলে। অনেক জোরাজুরির পর রিক্সাওয়ালা রাজি হলো। রিক্সাতে উঠতেই রিক্সাওয়ালা বললো , স্যার, আপনাকে চিনি। কলেজের স্যার। আপনি হয়ত আমার উপর রাগ করেছেন। এদিকে ভয়ে আসতে চাই না। ছিনতাই হয়। আমার রিক্সাটায় সম্বল।
আমি বললাম, তোমার সমস্যাটা আমি বুঝতে পেরেছিলাম।
কিছু দুর যেতেই মুখ ঢাকা এক লোক লাফ মেরে রিক্সায় আমার পাশে উঠে বসে বসলো, ছুরি বের করলো আর বললো, মোবাইল, মানিব্যাগ দে।
ছিনতাইকারীর কবলে পড়তেই রিক্সাওয়ালা রিক্সা ফেলে দৌঁড় দিলো। আমি মানিব্যাগ আর মোবাইল দিতে এক সেকেন্ডও ব্যয় না করে রাজি হয়ে গেলাম। মানিব্যাগ বের করতেই ছিনতাইকারী রিক্সা থেকে নেমে দৌঁড় দিলো। তার শেষের একটি কথা শুনতে পেলাম, আঁ ছি! স্যার যে...
ছবিঋণ- ইন্টারনেট ।
--------------