Click the image to explore all Offers

অণুগল্প।। প্রতিভা।। দেবশ্রী সরকার বিশ্বাস

 

প্রতিভা

দেবশ্রী সরকার বিশ্বাস

   
   স্বরলিপি তখন ক্লাস ফোরে পড়ে, প্রথম কবিতা লিখেছিল। বাবা দেখে বলে 'এতটুকু মেয়ে অথচ কি সুন্দর লিখেছে'। সেই পথ চলা শুরু;  তারপর স্কুলের দেওয়াল পত্রিকা , বার্ষিক পত্রিকায় লেখালিখি চলতে থাকে। কলেজে পা রাখে স্বরলিপি, তারপর পত্র-পত্রিকায় লেখা পাঠাতে শুরু করে,আস্তে আস্তে সেই লেখা গুলি পাঠকের মন ছুঁয়ে যেতে থাকে, অনেকেই স্বরলিপির লেখার ভক্ত হয়ে ওঠে। স্বরলিপি লেখা কবিতা কলেজ পত্রিকাতে পড়েই তো আকাশ ওর প্রেমে পড়ে যায়, বলে -'লিপি তোমার কবিতায় আমি জীবন খুঁজে পাই, পাই বাঁচার আনন্দ; তুমি লিখে যাও, এগিয়ে চলো, একদিন তুমি অনেক বড় হবে দেখো।'

      সাত বছরের প্রেম- পর্বের পর বিয়ে করেছিল ওরা। সাধারণ মধ্যবিত্ত যৌথ পরিবার আকাশদের; পরিবারের সদস্য সংখ্যা সবমিলিয়ে এগারো। স্বরলিপি সবার মন জুগিয়ে চলতে চেষ্টা করে। শুধু নিজের মনের খবর নেওয়ার সময় তার হয় না!সংসারের খুঁটি-নাটি ,এটা-ওটা কাজ সারতে সারতেই সময় চলে যায় সাহিত্যচর্চার অবকাশ কোথায়! তবুও প্রথম প্রথম নিজের প্রতিভাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করত স্বরলিপি, ক্রমে তাও বন্ধ হয়ে যায়। আকাশও কেমন যেন বদলে গেছে ,স্বরলিপির লেখায় এখন আর সে জীবন খুঁজে পায় না!
     
     স্বরলিপি এখন মা হয়েছে, এক শিশু পুত্রের জননী সে। সংসার তার নিজের নিয়মে নিরন্তর চলেছে,কোথাও এতটুকু অবকাশের ফাঁক-ফোকর নেই! স্বরলিপির কবিতার ডায়েরিটি  এখন ধুলোর স্তূপ ছাড়া আর কিছুই নয়! তবুও আজও মাঝে মাঝে কবিতাগুলো মনের কোণে উঁকি দেয়, আবার মিলিয়েও  যায়, প্রকাশের পথ খুঁজে পাওয়ার বৃথা চেষ্টায় মাথা কুটে মরে মাত্র!

    আজ অনেক চেষ্টার পর তাড়াতাড়ি কাজ সেরে, ছেলেকে ঘুম পাড়িয়ে, নিস্তব্ধ দুপুরে স্বরলিপি তাক থেকে তার কবিতার ডায়েরি পাড়ে,ধুলো ঝেড়ে লিখতে বসে। কতদিন পর সে আবার তার প্রিয় ডায়রির পাতাকে ছুঁতে পারল আনন্দে- পুলকে শিহরিত হয়ে ওঠে সে! সবে দুটি লাইন লেখা শেষ হয়েছে, এমন সময় তার শিশু সন্তান বিছানায় ডুকরে কেঁদে ওঠে, ডাইরিটি বন্ধ করে তৎক্ষণাৎ দৌড়ে চলে যায় স্বরলিপি ছেলের কাছে। ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে তার মনে হয়, আসলে এভাবেই বোধহয় স্বরলিপিরা হারিয়ে যায় বিস্মৃতির অন্তরালে, আর তাদের প্রতিভা ডায়েরির পাতার নিচে চাপা পড়ে থাকতে থাকতে সময়ের সাথে সাথে বোধহয় বিবর্ণ হয়ে মিলিয়ে যায় একদিন....... এ ভাবেই!

ছবিঋণ- ইন্টারনেট ।

 

--------------------------- 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.