আজকের দিনটা দেবাশিষের কাছে সম্পূর্ণ অন্যরকমের। বছরে একবারই তো জন্মদিন আসে, তবে
গত দু'বছর আগেও এই দিনের সব আয়োজন পল্লবী নিজের হাতেই করতো নিখুঁঁত করে। কিন্তু
আগের বছর থেকে এই দিনের সব দায়িত্ব দেবাশিষ একাই সামলায়। অন্য দিনের তুলনার আজ ঘন্টা খানেক আগেই অফিস থেকে বেরিয়ে প্রথমে গেল শপিংমলে পল্লবীর জন্য শাড়ি কিনতে,
কারণ পল্লবীর বায়না নতুন শাড়ি পরে দেবাশিষকে জন্মদিনের কেক কাটাবে। তারপরে গেল কেক কিনতে। সবশেষে পল্লবী যে গিফ্টটা দেবাশিষকে কেক কাটার সময় দেবে সেটা কিনল। পল্লবী একা বাড়ীতে অপেক্ষা করে আছে দেবাশিষের জন্য।
এই সব কাজ গুলো পল্লবী পাহাড়ী ঝরনার মতো আনন্দে দিশেহারা হয়ে একাই করত, আজ দু'বছর হল অব্যাহতি নিয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরে টেবিলে কেক সাজাল দেবাশিষ,তারপরে পল্লবী পড়ল নতুন শাড়ি। দেবাশিষের কেক কাটার সময় পল্লবী সুরেলা গলায় মোবাইলের ভয়েস ওভারে বলে গেল " হ্যাপি বার্থ ডে দেবাশিষ।"
দু'বছর আগে পল্লবী সংসারের সব কাজ থেকে সারা জীবনের জন্য ছুটি নিয়ে পারি দিয়েছে না ফেরার দেশে। রেখে গেছে নিজের গলায় বার্থ ডে উইস এর অডিও। পল্লবীর ছবিতে নতুন শাড়ি পড়িয়ে দেবাশিষ একান্তে নিমজ্জিত অতীতে।
..................................
পিঙ্কি ঘোষ
কলকাতা