গল্পকার নজরুল ।। দীপঙ্কর সরকার
দীপঙ্কর সরকার
বিদ্রোহী কবি ও সঙ্গীত স্রষ্টা নজরুল ইসলামের গল্পকার সত্ত্বাটি আজ বিলুপ্তির পথে । অথচ উপন্যাস - ছোটগল্প ও প্রবন্ধ রচনাতেও কবি ছিলেন সিদ্ধহস্ত । এ হিসেবে তাঁকে সব্যসাচী বললেও অত্যুক্তি হয়না ।
সে যাই হোক, আমরা গল্পকার নজরুলের ওপর আলোকপাতের প্রয়াসের মধ্যেই এ আলোচনা সীমিত রাখব। নজরুল রচিত তিনটি গল্পগ্রন্থে মোট আঠারোটি গল্প সন্নিবেশিত হয়েছে । গল্প সংকলন তিনটি হল 'ব্যথারদান ' রিক্তের বেদন' ও 'শিউলি মালা ' । ' ব্যথার দান ' গ্রন্থটির প্রথম প্রকাশ ঘটে ১৩২৮ সালের ফাল্গুন মাসে ( ফেব্রুয়ারি ১৯২২ খ্রিষ্টাব্দে ) । এটি নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ । এর উৎসর্গে আছে ," মানসী আমার । মাথার কাঁটা নিয়েছিলুম বলে ক্ষমা করনি , তাই বুকের কাঁটা দিয়ে প্রায়শ্চিত্ত করলুম । "গ্রন্থটিতে ছটিগল্প সংকলিত হয়েছে -- ' ব্যথার দান ,' ' হেনা ,' ' বাদল বরিষণে ' , ' ঘুমের ঘোরে , ' অতৃপ্ত কামনা ' ও' রাজবন্দীর চিঠি '। ' রিক্তের বেদন ' গ্রন্থটিতে মোট আটটি গল্প সন্নিবেশিত হয়েছে । এটি প্রকাশিত হয় অগ্রহায়ণ ১৩৩১ , (ডিসেম্বর ১৯২৪) । গল্পগুলো হল -- ' রিক্তের বেদন ', ' বাউণ্ডুলের আত্ম কাহিনী ', ' মেহের নেগার ', সাঁঝের বাতি ,' ' রাক্ষসী ,' ' সালেক ', ' স্বামীহারা ,' ' দুরন্ত পথিক ' ।আর ' শিউলি মালা ' গল্পগ্রন্থে চারটি গল্প সংকলিত হয়েছে -- ' পদ্মগোখরো ', ' জিনের বাদশা ' , ' অগ্নিগিরি ,' ও ' শিউলি মালা ' । এ গ্রন্থটি অক্টোবর (১৯৩১) সালে প্রকাশিত হয় ।
' ব্যথার দান ' গল্পটি বালুচিস্তানের বাসিন্দাদের নিয়ে রচিত । ' নজরুল মানস ' রচয়িতা সুগবেষক সুশীল কুমার গুপ্তের মতে ," ' ব্যথার দান ' একটি বিদগ্ধ প্রেমের গল্প এবং নায়কদের দলে যোগদানের ঘটনা গল্পের মূল উদ্দেশ্যের সঙ্গে প্রেরণা হীন ভাবে ক্ষীণসূত্রে গ্রথিত । "১৯১৭ সালে শ্রমিক শ্রেণির নেতৃত্বে রাশিয়ায় যে নভেম্বর বিপ্লব হয় তার প্রভাব পড়েছে এ গল্পে । কেননা এ গল্পের নায়ক পাহাড়-পর্বত অতিক্রম করে লালফৌজে যোগ দিয়েছে । কিন্তু ' লালফৌজ ' শব্দটি নিয়ে ব্রিটিশ সরকার আপত্তি করতে পারে--এ আশঙ্কায় মুজফ্ফর আহমেদ ত্রৈমাসিক বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় গল্পটি প্রকাশের সময় লালফৌজের পরিবর্তে ' মুক্তি সেবক সৈন্যদের দল ' শব্দবন্ধটি ব্যবহার করেন ।
নজরুল রচিত ' হেনা ' গল্পেও যুদ্ধের পটভূমিকা আছে । এ গল্পে দেখা যায় ব্রিটিশ বাহিনীর সৈনিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বন্দুক ঘোরাচ্ছে । ' ঘুমের ঘোর ' গল্পের পটভূমিতে ও আছে যুদ্ধ । আজাহার তার প্রিয়তমা পরীকে নিজের এক বন্ধুর হাতে তুলে দিয়ে যুদ্ধক্ষেত্রে গেল -- নজরুলের নায়কের পক্ষেই এমনটি সম্ভব । ' অতৃপ্ত কামনা ' ও ' রাজবন্দীর চিঠি ' গল্প দুটি ও ব্যর্থ প্রেমের কাহিনী নিয়ে রচিত ।
' বাদল বরিষণে ' দেখা যায় একটি কালো মেয়ের ট্র্যাজেডি । ' বাউণ্ডুলের আত্ম কাহিনী ' তে দেখি এক দুরন্ত ডানপিটে কিশোর তার প্রথমা স্ত্রীকে হারিয়ে দ্বিতীয়া স্ত্রীকে ভালোবাসতে না পেরে যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ হারায় ।
' রিক্তের বেদন ' গল্পে একটি যুবক হাসিন তার প্রেমাস্পদা শাহিদার প্রেমকে উপেক্ষা করে যুদ্ধে গিয়ে এক বেদুঈন রমণী গুলের প্রেম ভাজন হয়ে পড়েছে । যুদ্ধভূমির পটভূমিকায় মুমূর্ষু গুলের সঙ্গে
হাসিনের শেষ মিলন বড় করুণ , বড় মধুর । এই গ্রন্থের শ্রেষ্ঠ গল্পটি বোধ হয় ' রাক্ষসী ' । এ গল্পটি উত্তম পুরুষে বীরভূমের বাগ্দীদের ভাষায় লেখা । এ গল্পে বাগদী বউ প্রায় পাগল হয়ে গিয়ে নিজের স্বামীকে খুন করে ।
' শিউলি মালা ' গ্রন্থের চারটি অনবদ্য ছোট গল্প বিভিন্ন রকমের । প্রথম তিনটি গল্পের পটভূমি গ্রাম বাংলা । এ গ্রন্থের প্রথম গল্প ' পদ্ম-গোখরো ' চেহারায় ততটা না হলে ও চরিত্রে বড়গল্পের বিকাশধর্মী । এ গল্পে একজন সন্তান হারা মা বিকল্প রূপে বুকে টেনে নেয় দুটি সর্প শিশুকে । ' অগ্নিগিরি ' এ গ্রন্থের শ্রেষ্ঠ গল্প । এ গল্পে নূরজাহান সবুর (শিউলি মালা) আখন্দের মনে আঘাত দিয়ে তার লুপ্ত পৌরুষ জাগায় । ' জিনের বাদশা ' ও আগের গল্পটির মতো গ্রামীণ মুসলিম সমাজের কাহিনীর পটভূমিতে রচিত । আগের গল্পটির মতো এ গল্পেও লৌকিক-অলৌকিকের তথাকথিত সীমারেখা মুছে গেছে । এ গল্পে পুর্ববঙ্গের ডায়ালেক্ট বা উপভাষা ব্যবহার করা হয়েছে । ' শিউলি মালা ' গল্পের পটভূমি কিন্তু অন্যান্য গল্পের মতো গ্রাম নয় -- এর পটভূমি কসমোপলিটিয়ান কলকাতাঃ"লেক-রোডের পাশে ছবির মতো বাড়িটি " এ গল্পে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রয়েছে ।
মূলত কবি নজরুল বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম শ্রেণির ছোট গল্পকার নয় , তাই গল্পগুলো ছোটগল্পের আঙ্গিক অনুসারে খূব পরিণত ও সুসংহত নয় । সমসাময়িক এক সমালোচকের ভাষায় ," গল্পগুলি কবিত্বের অত্যুগ্র উচ্ছ্বাসে মাঝে মাঝে এমনি ফ্যানাই উঠিয়াছে যে তাহা একঘেয়ে হইয়া রসভঙ্গ করিয়াছে । ' জনৈক সমালোচক এ কথা বললেও আমাদের বিশ্বাস নজরুল ইসলামের কবিত্বের গুণেই তাঁর গল্পগুলো এক আলাদা মাত্রা পেয়েছে-আর এখানেই তাঁর গল্পগুলোর অনন্যতা ও স্বতন্ত্রতা ।
=====০০০=====
তথ্যসূত্র
----------------
দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া
৭৪১২২২
নবপ্রভাতের স্বাধীনতা সংখ্যার জন্য লেখা পাঠান। বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।