Click the image to explore all Offers

গল্পকার নজরুল ।। দীপঙ্কর সরকার


                                                             ছবিঋণ- ইন্টারনেট 

গল্পকার নজরুল  

 দীপঙ্কর সরকার



বিদ্রোহী কবি সঙ্গীত স্রষ্টা নজরুল ইসলামের গল্পকার সত্ত্বাটি আজ বিলুপ্তির পথে অথচ উপন্যাস - ছোটগল্প প্রবন্ধ রচনাতেও কবি ছিলেন সিদ্ধহস্ত হিসেবে তাঁকে সব্যসাচী বললেও অত্যুক্তি হয়না

সে যাই হোক, আমরা গল্পকার নজরুলের ওপর আলোকপাতের প্রয়াসের মধ্যেই আলোচনা সীমিত রাখব। নজরুল রচিত তিনটি গল্পগ্রন্থে মোট আঠারোটি গল্প সন্নিবেশিত হয়েছে গল্প সংকলন তিনটি হল 'ব্যথারদান '  রিক্তের বেদন' 'শিউলি মালা ' ' ব্যথার দান ' গ্রন্থটির প্রথম প্রকাশ ঘটে ১৩২৮ সালের ফাল্গুন মাসে ( ফেব্রুয়ারি ১৯২২ খ্রিষ্টাব্দে ) এটি নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ এর উৎসর্গে আছে ," মানসী আমার মাথার কাঁটা নিয়েছিলুম বলে ক্ষমা করনি , তাই বুকের কাঁটা দিয়ে প্রায়শ্চিত্ত করলুম "গ্রন্থটিতে ছটিগল্প সংকলিত হয়েছে -- ' ব্যথার দান ,' ' হেনা ,' ' বাদল বরিষণে ' , ' ঘুমের ঘোরে , ' অতৃপ্ত কামনা ' ' রাজবন্দীর চিঠি '' রিক্তের বেদন ' গ্রন্থটিতে মোট আটটি গল্প সন্নিবেশিত হয়েছে এটি প্রকাশিত হয় অগ্রহায়ণ ১৩৩১ , (ডিসেম্বর ১৯২৪) গল্পগুলো হল -- ' রিক্তের বেদন  ', ' বাউণ্ডুলের আত্ম কাহিনী ', ' মেহের নেগার ', সাঁঝের বাতি ,' ' রাক্ষসী ,' ' সালেক ', ' স্বামীহারা ,' ' দুরন্ত পথিক ' ।আর ' শিউলি মালা ' গল্পগ্রন্থে চারটি গল্প সংকলিত হয়েছে -- ' পদ্মগোখরো ', ' জিনের বাদশা ' , ' অগ্নিগিরি ,' ' শিউলি মালা ' গ্রন্থটি অক্টোবর (১৯৩১) সালে প্রকাশিত হয়

' ব্যথার দান ' গল্পটি বালুচিস্তানের বাসিন্দাদের নিয়ে রচিত ' নজরুল মানস ' রচয়িতা সুগবেষক সুশীল কুমার গুপ্তের মতে ," ' ব্যথার দান ' একটি বিদগ্ধ প্রেমের গল্প এবং নায়কদের দলে যোগদানের ঘটনা গল্পের মূল উদ্দেশ্যের সঙ্গে প্রেরণা হীন ভাবে ক্ষীণসূত্রে গ্রথিত "১৯১৭ সালে শ্রমিক শ্রেণির নেতৃত্বে রাশিয়ায় যে নভেম্বর বিপ্লব হয় তার প্রভাব পড়েছে গল্পে কেননা গল্পের নায়ক পাহাড়-পর্বত অতিক্রম করে লালফৌজে যোগ দিয়েছে কিন্তু ' লালফৌজ ' শব্দটি নিয়ে ব্রিটিশ সরকার আপত্তি করতে পারে-- আশঙ্কায় মুজফ্ফর আহমেদ ত্রৈমাসিক বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় গল্পটি প্রকাশের সময় লালফৌজের পরিবর্তে ' মুক্তি সেবক সৈন্যদের দল ' শব্দবন্ধটি ব্যবহার করেন

নজরুল রচিত ' হেনা ' গল্পেও যুদ্ধের পটভূমিকা আছে গল্পে দেখা যায় ব্রিটিশ বাহিনীর সৈনিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বন্দুক ঘোরাচ্ছে ' ঘুমের ঘোর  ' গল্পের পটভূমিতে আছে যুদ্ধ আজাহার তার প্রিয়তমা পরীকে নিজের এক বন্ধুর হাতে তুলে দিয়ে যুদ্ধক্ষেত্রে গেল -- নজরুলের নায়কের পক্ষেই এমনটি সম্ভব ' অতৃপ্ত কামনা ' ' রাজবন্দীর চিঠি ' গল্প দুটি ব্যর্থ প্রেমের কাহিনী নিয়ে রচিত

' বাদল বরিষণে ' দেখা যায় একটি কালো মেয়ের ট্র্যাজেডি   ' বাউণ্ডুলের আত্ম কাহিনী ' তে দেখি এক দুরন্ত ডানপিটে কিশোর তার প্রথমা স্ত্রীকে হারিয়ে দ্বিতীয়া স্ত্রীকে ভালোবাসতে না পেরে যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ হারায়

 


 

' রিক্তের বেদন ' গল্পে একটি যুবক হাসিন তার প্রেমাস্পদা শাহিদার প্রেমকে উপেক্ষা করে যুদ্ধে গিয়ে এক বেদুঈন রমণী গুলের প্রেম ভাজন হয়ে পড়েছে যুদ্ধভূমির পটভূমিকায় মুমূর্ষু গুলের সঙ্গে

হাসিনের শেষ মিলন বড় করুণ , বড় মধুর এই গ্রন্থের শ্রেষ্ঠ গল্পটি বোধ হয় ' রাক্ষসী ' গল্পটি উত্তম পুরুষে বীরভূমের বাগ্দীদের ভাষায় লেখা গল্পে বাগদী বউ প্রায় পাগল হয়ে গিয়ে নিজের স্বামীকে খুন করে

' শিউলি মালা ' গ্রন্থের চারটি অনবদ্য ছোট গল্প বিভিন্ন রকমের প্রথম তিনটি গল্পের পটভূমি গ্রাম বাংলা গ্রন্থের প্রথম গল্প ' পদ্ম-গোখরো ' চেহারায় ততটা না হলে চরিত্রে বড়গল্পের বিকাশধর্মী গল্পে একজন সন্তান হারা মা বিকল্প রূপে বুকে টেনে নেয় দুটি সর্প শিশুকে ' অগ্নিগিরি ' গ্রন্থের শ্রেষ্ঠ গল্প গল্পে নূরজাহান সবুর (শিউলি মালা) আখন্দের মনে আঘাত দিয়ে তার লুপ্ত পৌরুষ জাগায় ' জিনের বাদশা ' আগের গল্পটির মতো গ্রামীণ মুসলিম সমাজের কাহিনীর পটভূমিতে রচিত আগের গল্পটির মতো গল্পেও লৌকিক-অলৌকিকের তথাকথিত সীমারেখা মুছে গেছে গল্পে পুর্ববঙ্গের ডায়ালেক্ট বা উপভাষা ব্যবহার করা হয়েছে ' শিউলি মালা ' গল্পের পটভূমি কিন্তু অন্যান্য গল্পের মতো গ্রাম নয় -- এর পটভূমি কসমোপলিটিয়ান কলকাতাঃ"লেক-রোডের পাশে ছবির মতো বাড়িটি " গল্পে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রয়েছে

মূলত কবি নজরুল বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম শ্রেণির ছোট গল্পকার নয় , তাই গল্পগুলো ছোটগল্পের আঙ্গিক অনুসারে খূব পরিণত সুসংহত নয় সমসাময়িক এক সমালোচকের ভাষায় ," গল্পগুলি কবিত্বের অত্যুগ্র উচ্ছ্বাসে মাঝে মাঝে এমনি ফ্যানাই উঠিয়াছে যে তাহা একঘেয়ে হইয়া রসভঙ্গ করিয়াছে ' জনৈক সমালোচক কথা বললেও আমাদের বিশ্বাস নজরুল ইসলামের কবিত্বের গুণেই  তাঁর গল্পগুলো এক আলাদা মাত্রা পেয়েছে-আর এখানেই তাঁর গল্পগুলোর অনন্যতা স্বতন্ত্রতা

=====০০০===== 

তথ্যসূত্র

১। কোরক সাহিত্য পত্রিকা - নজরুল সংখ্যা - বইমেলা-১৯৯৯
২। পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম জন্মশতবর্ষ স্মরণ - ১৪০৬


---------------- 

 


দীপঙ্কর সরকার

কাঁঠাল পুলি

(সিংহের হাটের কাছে)

চাকদহ

নদীয়া

৭৪১২২২


নবপ্রভাতের স্বাধীনতা সংখ্যার জন্য লেখা পাঠান। বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.