দুটি মন
অঙ্কিতা পাল
নির্মাল্যের স্ত্রী ঋতু একজন আধুনিকা মহিলা। তিনি চুলে রং করেন, পোশাকের সাথে ম্যাচিং করে নেলপলিশ ও লিপস্টিক ব্যবহার করেন। নিয়মিত পার্লারে যান, হাতে সব সময় স্মার্টফোন এবং দামি গাড়ি চড়েন।
নির্মাল্য একজন ছাপোষা সরকারি কর্মচারী, তাই তার পক্ষে স্ত্রীয়ের এহেন আধুনিকতার সাথে তালে তাল মিলিয়ে চলা দিন দিন দুঃসাধ্য হয়ে উঠছিলো। দুজন ব্যক্তির মধ্যে আকাশ-পাতাল ব্যবধান শুরু হলো, তাই সর্বক্ষন আত্মকলহ এবং কথা কাটাকাটি লেগে থাকতো।
এমন একদিন ছুটির দিনে সকাল থেকে নির্মাল্য দেখে ঋতু বাড়িতে নেই, সে সমস্ত টা বুঝতে পেরে বুকে পাথর চাপা দিয়ে থাকে। সারাদিন তার নাওয়া-খাওয়া কিছুই হলো না।
পরে বিকেলে ঋতু বাড়ি ফিরে এলে, নির্মাল্য প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রশ্ন করে - এতক্ষণ তুমি কোথায় ছিলে? প্রশ্ন শুনে ঋতু তক্ষনাৎ রেগে যায় এবং চেঁচামেচি করতে করতে থাকে বলে - আমি যেখানে খুশী যাবো তোমার তাতে কি?এবং প্রচন্ড গালিগালাজও করতে থাকে তাকে।
ঋতুর এহেন ব্যবহার যেন এক মুহূর্তের জন্য ধাক্কা দেয় নির্মাল্যকে। সে মনে মনে ভাবে এত অপমান অপেক্ষা করেছলো তার জন্য, চোখ মুখ অন্ধকার হয়ে যায় তার। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে সে।
-----------------------------
নাম - অঙ্কিতা পাল
ভাঙগড়, দক্ষিণ ২৪ পরগনা