কার্তিক চন্দ্র পাল
"--- ওগো শুনছো! শ্যামলীর আবার বকনা হয়েছে!"
হাঁক শুনে তড়িঘড়ি গোয়ালে ছোটে গয়লানি।
ভুবন গয়লার হাসি হাসি মুখ। গলকম্বলে আঙুল চালাচ্ছে সে, পরম মমতায়। আর শ্যামলী একমনে চেটে চলেছে সদ্যপ্রসূতাকে।
তার লক্ষ্মীমন্ত গাইটা এই নিয়ে পরপর চারটে বকনা বিয়োলো।এবারেরটা কালো। তাই আরো আলো ছড়িয়েছে ভুবনের মুখে।
শুধু গয়লানির বুক নিংড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেয়ে গোরুর কদর আছে, কিন্তু মেয়ে মানুষের দর নেই। তাইতো তিন - তিনবার 'মেয়ে বিয়োনো'-র 'অপরাধে' তার নিজের পেটের মেয়েটা যে শ্বশুরবাড়িতে টিকতে পারে নি।
-----------------------------------------------