Click the image to explore all Offers

গল্প।। সাফল্যের মগডাল।। আশিস ভট্টাচার্য্য





প্রায় তিন যুগ বাদে দেখা , তুমি কিন্তু একই রকম আছো রমলা। হ্যাঁ মানিক তুমি কিন্তু  বুড়োটেমার্কা হয়ে গেছো, অবশ্য আমাদের দুজনেরই ষাট ছুঁই ছুঁই । রমলা তোমার মনে আছে আমরা ভোলার মন্দির বাগানে বসে কত রকম নেশা করেছি সিগারেট ,গাজা, সিদ্ধি, মদ।
কি জানো মানিক, নেশা করে আমি তোমার মত বুদঁ হয়ে থেকে রঙিন স্বপ্ন দেখতাম না সাফল্যের সিঁড়ি খুজতাম- যেকোনো মূল্যে। আজ আমি ইউনিভার্সিটির প্রফেসর আর তুমি একটা টিম টিম করে চলা হার্ডওয়্যারের দোকানের মালিক।রমলা আমি শুধু তোমার স্বপ্ন দেখতাম, তিন বছর প্রেম করেছিলাম, তোমাকে ছুঁয়ে দেখার সুযোগ পায়নি ।দেখো মানিক তোমার সাথে মিশতাম কেবল গোপনে নেশা করার জন্য ওটা প্রেম ছিল না। সত্যি বলতে আমি অনেকের সাথে মিশেছি। অনেকে আমার অনেক কিছু ছুঁয়েছে ভাস্কর ,প্রশান্ত, অজিত । এরা আমায় ওপরে উঠতে সাহায্য করেছে। রাজনীতি, ফিল্ম, স্পোর্টস- সব জায়গায় টপদের সাথে আমার চলাফেরা। আমি সেখানেই কিছু দিয়েছি যেখানে অনেক পেয়েছি বুঝেছ হাঁদারাম ! রমলা তুমি যে আমার সাথে অভিনয় করেছ, বুঝতে পারিনি। খুব কষ্ট পেয়েছিলাম , দ্যাখো মানিক আমার মা আমাকে দুধের সাথে ওরাল পিল খাওয়াত।আমি  চব্বিশ ঘন্টা পড়াশোনা, নাচ-গান ,যোগব্যায়াম আঁকা ,পলিটিক্স ,ছেলে বন্ধু নিয়ে কাটাতাম। ঘুমিয়েছি কতটুকু মনে নেই। আমার চোখ ছিল গাছের মগডালে উঠবো ।আমি আমার ব্রেন ও আমার শরীরকে মূলধন করে সেই ছোটবেলা থেকে লড়েছি মগডালে উঠব। তোমাদের মত দিবা স্বপ্ন দেখি নি ।  বালিগঞ্জের বিশাল ফ্ল্যাট, দুটো ফোর হুইলার , এবং আমার হাবি ব্যাংকের ম্যানেজার বুঝেছ । দাও একটা গাজাঁপোড়া সিগারেট দাও। সাফল্যের মগডাল থেকে ছোটবেলায় ফিরে যাই।
 
                             ---------------------------------------------- 

আশিস ভট্টাচার্য্য
 রামকানাই গোস্বামী রোড 
শান্তিপুর নদিয়া 741404 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.