সমুদ্রের পাড়ে বসে রয়েছে ত্রিশ বছরের শিনা ওরফে শিঞ্জিনি সেনগুপ্ত।ঢেউয়ের আকস্মিক আগমনে তার হৃদয়ের গভীরে এক নিদারুণ কষ্টের অনুভূতি হয়।দুচোখ জলে পরিপূর্ণ হয়ে উঠে।এক লহমায় মনের ক্যানভাসে ভেসে উঠে তার অতীত জীবন।
চারবছর আগে বাবার পছন্দের পাত্রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সে এবং অভিরাজ হানিমুন উদযাপন করার জন্য সমুদ্রে বেড়াতে এসেছিল।হৈ-হুল্লোড় এবং আনন্দের সাথে কেটে যাচ্ছিলো তাদের ভালোবাসার দিনগুলো।কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সুখী হতে পারেনি শিনা।সে জানতে পারে নিজের বৌদির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে অভিরাজ।একমুহূর্ত সময় নষ্ট না করে নিজের বাড়িতে ফিরে আসার পর ডির্ভোসের নোটিশ পাঠায় অভিরাজকে।অনেকবার টালবাহানা করার পর অবশেষে অভিরাজ তাকে ডির্ভোস দেয়।মুক্তির স্বাদ গ্রহণের পরে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে।
এরপর কেটে গিয়েছে ছয়বছর।জীবনে চলার পথে বহু চড়াই-উৎরাই পেরিয়ে আসার পর শিনা আজ বিখ্যাত গায়িকারুপে প্রতিষ্ঠিত হয়েছে।তার স্বপ্নপূরণের সাথীর নাম উদয়।যার সাথে জন্ম জন্মান্তরের জন্য গাঁটছড়া বেঁধেছে সে।
—————————————————————
ওয়েস্ট লেক রোড,বাই লেন,নিয়ার ওল্ড ইলেকট্রনিক অফিস,সুপার মার্কেট,সাহেববাঁধ,পুরুলিয়া,পশ্চিমবঙ্গ।